কূটনৈতিক পদ্ধতি হবে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনের ভালো পদ্ধতি:জার্মানি
  2019-07-31 15:48:26  cri
জুলাই ৩১: গতকাল (মঙ্গলবার) জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুগেল জানিয়েছেন, কূটনৈতিক পদ্ধতি হবে উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনের ভালো পদ্ধতি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চরম চাপ প্রয়োগে তাঁর দেশ অংশ নেবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ব্রিটেন ও ফ্রান্সের সাথে চলমান অতি বিপদজনক উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি প্রশমনে সমন্বয় করছে জার্মানি। বর্তমানে তিন দেশের অবস্থান প্রায় এক, তাহলো কূটনৈতিক বিনিময় বজায় রেখে কূটনৈতিক পদ্ধতিতে উত্তেজনাময় পরিস্থিতি প্রশমন করা।

জার্মান গণমাধ্যম সূত্রে জানা গেছে, জার্মানিকে হরমুজ প্রণালীর এসকর্ট অভিযানে অংশগ্রহণে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন, যাতে ইরানের 'উস্কানিমূলক আচরণ' প্রতিরোধ করা যায়। এ সম্পর্কে মুখপাত্র বলেন, বর্তমানে জার্মানি কি পদ্ধতিতে উপসাগরীয় অঞ্চলের এসকর্ট অভিযানে অংশগ্রহণ করবে তা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। যদিও জার্মানি, ব্রিটেন, ও ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে উপসাগরীয় অঞ্চলের ব্যাপারে অংশ নিতে চায়, তবে ইরানের বিরুদ্ধে চরম চাপ প্রয়োগ করবে না। ইরানকে সার্বিক পরমাণু চুক্তি মেনে চলতে আহবান জানিয়েছে জার্মানি। যদি তেহরান আরো গুরুতর অভিযান চালু করে, তাহলে কূটনৈতিক পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাবে তিন দেশ। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040