বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রচলিত ৬টি মোবাইল ফোনের মধ্যে একটি এখানে উত্পাদিত হয় এবং স্থানীয় দুটি মোবাইল ফোন ব্রান্ড বিশ্বের প্রথম ৫টি সেরা ব্রান্ডের দুটি। রফতানি-আয়ের পরিমাণ বিচারে ছাং আন জেলা চীনের সকল জেলার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। চলতি বছরের প্রথমাধ্যে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বৃদ্ধি সত্ত্বেও, ছাং আন জেলার রফতানি বেড়েছে ১৯ শতাংশ।
ছাং আন জেলায়ও পরিবর্তন দেখা যাচ্ছে। এক বছরে এখানে পেটেন্ট-আবেদন হয়েছে ২০ হাজারটি। এর মধ্যে ১০ হাজারটি পেটেন্ট দেওয়া হয়েছে। একসময় এখানে পোশাক, টুপি, খেলনা উত্পাদিত হতো। এখন মূলত কম্পিউটার, প্রিন্টার, স্মার্ট ফোন ইত্যাদি উত্পন্ন হয়।
oppo, vivo দুটি বিখ্যাত চীনা মোবাইল ফোন ছাং আন জেলার স্থানীয় ব্র্যান্ড। ছাং আন জেলার আয়তন ১০০ বর্গকিলোমিটারের চেয়ে একটু কম; স্থানীয় লোকসংখ্যা প্রায় ১০ লাখ। স্থানীয় জিডিপি ৬০০০ কোটি ইউয়ান এবং রফতানি ও আমদানির বার্ষিক পরিমাণ ২৫ হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে।
আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা আইডিসি প্রকাশিত সর্বশেষ উপাত্ত অনুযায়ী, oppo ও vivo—এই দুটি কোম্পানির ফোন উত্পাদনের পরিমাণ বিশ্বের পঞ্চম স্থানে এবং বিশ্ববাজারে তাদের অবদান ১৫ শতাংশ। এক্ষেত্রে এই দুটি ব্রান্ড অ্যাপল-কে ছাড়িয়েছে এবং স্যামসাং ও হুয়াওয়ের পরেই যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে।
oppoর একটি কারাখানা পরিদর্শনের সময় দেখা গেল একটি উৎপাদন-লাইনে শুধু একজন কর্মী কাজ করছেন। মাসে এক কোটি ফোন তৈরি করে তারা।
তুং কুয়ান চিয়ে রং প্রযুক্তি কোম্পানি মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উত্পাদন করা কোম্পানি। তারা নিজস্ব গবেষণায় তৈরি একটি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে মাত্র তিন সেকেন্ডে একটি ফোনের কেস তৈরি করতে পারে। অন্য একটি কোম্পানি হুয়া মাও প্রতি মাসে ৬০ লাখ ফোন-ফ্রেম তৈরি করে এবং চলতি বছরে তাদের আয় হবে ২৭০ কোটি ইউয়ান।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ছাং আন জেলার উচ্চ প্রযুক্তি নির্মাণ শিল্পের উত্পাদন পরিমাণ গেল বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি ছিল। ছাং আন জেলা কুয়াং তুং প্রদেশ ও তুং কুয়ান শহরের উন্মুক্ত অর্থনীতির প্রতিফলন। কুয়া তুং প্রদেশ টানা কয়েক বছর চীনে আমদানি-রফতানির দিক দিয়ে প্রথম স্থান দখল করে আছে। চীনের চার ভাগের এক ভাগ আমদানি-রফতানি কুয়াং তুং প্রদেশের মাধ্যমে হয়।
গত ১০ জুলাই রাষ্ট্রীয় পরিষদের সাধারণ সম্মেলনে বলা হয়, বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল করা হবে এবং উন্মুক্তকরণ জোরদার করা হবে। ছাং আন জেলার উপ-প্রধান তাই হাও পিং মনে করেন, উন্মুক্তকরণ প্রসারিত হচ্ছে এবং গবেষণা ও নির্মাণদক্ষতা জোরদার হচ্ছে। তিনি বলেন, "আগে আমরা খেলনা, পিসি, ক্যালকুলেটর রফতানি করতাম। এখন আমরা মোবাইল ফোন রফতানি করি এবং রফতানিকৃত পণ্যের মধ্যে ৯০ শতাংশ ইন্টেলিজেন্ট টার্মিনাল ডিভাইস।"
এখন ছাং আন জেলায় মোবাইল ফোনসংশ্লিষ্ট কোম্পানি এক হাজারের বেশি এবং ২ লাখ মানুষ এ কাজের সঙ্গে জড়িত আছে। তুং কুয়ান শহরে এক ঘন্টার মধ্যে সবধরনের ইলেকট্রনিক উপাদান পাওয়া যায়।
oppo কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জু কাও লিং জানিয়েছেন, ২০১৬ সাল থেকে কোম্পানি গবেষণায় বেশি বিনিয়োগ করে আসছে। এখন গবেষণাদলের সদস্য ১০ হাজার ছাড়িয়েছে এবং ২০১৯ সালে গবেষণা-ব্যয় এক হাজার কোটি ইউয়ানের বেশি হবে।
নেতৃস্থানীয় কোম্পানির নেতৃত্বে ছাং আন জেলার কোম্পানিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছাং আন জেলার নির্মাণশিল্পের বিনিয়োগ ১৫০ কোটি ইউয়ানের বেশি, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩৬.৯ শতাং বেশি। আর জেলার শিল্পপ্রযুক্তি রূপান্তরে বিনিয়োগ হয়েছে ১৪০ কোটি ইউয়ান, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৫১.৬ শতাংশ বেশী।
নির্মাণশিল্পের জন্য উন্নত প্রযুক্তি প্রয়োজন এবং সবচেয়ে ভাল পণ্য তৈরি করা আরও গুরুত্বপূর্ণ। ফোনের ফ্রেম ০.১ মিলিমিটার ছোট চাইলে গবেষণা ও নকশা ক্ষেত্রে বেশ অর্থ বিনিয়োগ করতে হয়।
চীন ৫জি যুগে প্রবেশ করেছে। ছাং আন জেলাও এর ফলে সৃষ্ট নতুন সুযোগ নেবে। ১০ জুলাই ২৭০ কোটি ইউয়ান বিনিয়োগ করে oppo নতুন গবেষণাকেন্দ্র স্থাপনের কাজ শুরু করে।
ছাং আন জেলায় ৫৭টি ৫জি ফিজিক্যাল সাইট প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এখানে ১০০টি ৫জি ম্যাক্রো বেস স্টেশন প্রতিষ্ঠিত হবে। বর্তমানে মূল স্মার্ট নির্মাণ শিল্প পার্কে একটি ৫জি নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছে।
সরকার বিভিন্ন খাতে শুল্ক হ্রাস করেছে। আসছে ৫জি প্রযুক্তি। কুয়াং তুং-হ্যাংকাং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ-সবই ছাং আন জেলার উন্নয়নে ভাল পরিবেশ ও সুযোগ সৃষ্টি করছে। এখানে ৫জি-সংশ্লিষ্ট পণ্যের উন্নয়ন হবে এবং আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ছাং আন জেলার কোম্পানিগুলো বিশ্বাস করে, তাদের জন্য আরও ভাল একটি যুগ আসছে। (শিশির/আলিম/রুবি)