চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের উচিত চীনের জন্য উন্মুক্ততা বজায় রাখা: মার্কিন স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা
  2019-07-30 16:10:44  cri
জুলাই ৩০: গতকাল (সোমবার) ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাঙ্ক দ্য ব্রুকিংস ইন্সটিটি‌উশনে 'যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: মার্কিন নানা শহর ও রাজ্যের দৃষ্টিভঙ্গি' বিষয়ক ফোরাম অনুষ্ঠিত হয়। মার্কিন পশ্চিম উপকূলীয় ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের গভর্নর ও রাজনীতিবিদরা এতে অংশ নেন এবং মন্তব্য করেন যে, চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের উচিত চীনের জন্য উন্মুক্ততা বজায় রাখা।

মার্কিন পশ্চিম উপকূলীয় ওরেগন রাজ্যের চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক বিনিময় হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, চীন এ রাজ্যের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০১৮ সালে চীনে ওরেগনের রপ্তানির পরিমাণ ছিল ৪৭৪০ কোটি মার্কিন ডলার, যা এ রাজ্যের রপ্তানির পরিমাণের ২১.২ শতাংশেরও বেশি। রাজ্যটির গভর্নর কেট ব্রাউন বলেন, 'আমরা ওরেগনবাসী মনে করি, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। বাণিজ্য ওরেগনের মতো রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। এর মধ্যে ওরেগন অন্যতম।

যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে ইচ্ছুক চীনা শিক্ষার্থীদের ভিসা না পাওয়া নিয়ে ফোরামে আশঙ্কা প্রকাশ করেন প্রতিনিধিরা। তারা বলেন, চীনা শিক্ষার্থীরা মার্কিন ক্যাম্পাসের জন্য বৈচিত্র্যময় সংস্কৃতি বয়ে আনে। যুক্তরাষ্ট্রও দ্বিপাক্ষিক শিক্ষা বিনিময়ের সুবিধাভোগী। শিক্ষা ও সংস্কৃতিসহ নানা খাতের বিনিময় দু'দেশের মৈত্রী ও পারস্পরিক আস্থা বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের উচিত চীনের জন্য দরজা উন্মুক্ত রাখা। (রুবি/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040