চীন আন্তর্জাতিক আইনের দৃঢ় রক্ষাকারী ও নির্মাণকারী: বিশেষজ্ঞ
  2019-07-30 14:38:38  cri
জুলাই ৩০: চীন বরাবরই আন্তর্জাতিক আইনের দৃঢ় রক্ষাকারী ও নির্মাণকারী। শতাধিক বছরের অভূতপূর্ব পরিবর্তনশীল প্রেক্ষাপটে চীনের উচিত অন্য উন্নয়নশীল দেশের সঙ্গে দৃঢ়ভাবে আন্তর্জাতিক আইন রক্ষা করা এবং শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতা সংক্রান্ত কেন্দ্রীয় মূল্যবোধ সাধন করা।

গতকাল (সোমবার) অনুষ্ঠিত 'বিশাল পরিবর্তনশীল প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন: উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা' সংক্রান্ত ফোরামে বেশ কয়েকজন বিশেষজ্ঞ এ মন্তব্য করেন।

জানা গেছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের আন্তর্জাতিক আইনবিষয়ক একাডেমির যৌথ উদ্যোগে এ ফোরাম আয়োজন করা হয়। ৮০টিরও বেশি উন্নয়নশীল দেশের আইনবিশেষজ্ঞ, চীনে নানা দেশের কূটনীতিবিদ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক আদালত, আন্তর্জাতিক রেডক্রস সংস্থা, এশীয়-আফ্রিকান আইনবিষয়ক সমন্বয় সংস্থাসহ তিন শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন।

আফ্রিকার আন্তর্জাতিক আইনবিষয়ক একাডেমির মহাপরিচালক সানি মোহামেদ বলেন, 'আন্তর্জাতিক সমাজে প্রবেশ করতে আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিল চীন এবং এ অঞ্চলকে আন্তর্জাতিক শৃঙ্খলায় পরিণত করতে সাহায্য করছিল চীন। আন্তর্জাতিক আইন ও বিশ্ব শৃঙ্খলা রক্ষা ও নির্মাণে চীনের ভূমিকার প্রশংসা করে আফ্রিকা।

আন্তর্জাতিক আইনবিষয়ক একাডেমির মহাপরিচালক আব্দুলকুয়াই আহমেদ ইউসুফ বলেন, দক্ষিণ-দক্ষিণ দেশগুলোর উচিত অর্থনীতিবিষয়ক আন্তর্জাতিক আইন প্রণয়নে সহযোগিতার জন্য যৌথ প্রচেষ্টা চালানো। সে সহযোগিতার মধ্যে থাকতে পারে বাণিজ্য ও বিনিয়োগ খাতে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি বন্ধ করা ইত্যাদি। (রুবি/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040