৩০তম হংকং বইমেলা উদ্বোধন
  2019-07-30 10:54:19  cri

চীনের হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে ৩০তম হংকং বইমেলা ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সাত দিনের বইমেলায় 'বিজ্ঞান কথাসাহিত্য এবং যুক্তিবিজ্ঞান সাহিত্য' থিমের আলোকে সাজানো হয়। মেলাটি বিভিন্ন কার্যক্রমের একটি সিরিজ এবং মাল্টিমিডিয়াগুলির উপর ভিত্তি করে পাঠকদের 'হংকং থেকে বিশ্বকে পড়া' সাংস্কৃতিক যাত্রায় নেতৃত্ব দেয়।

বার্ষিক হংকং বইমেলা বইয়ের ভক্তদের জন্য একটি বই উৎসব। এই বছরের হংকং বুক ফেয়ারে ৩৯টি দেশ ও অঞ্চলের ৬৮৬টি স্টল রয়েছে। হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট চৌ ছি লিয়াং এক সাক্ষাত্কারে বলেন, সাংস্কৃতিক প্রকাশনা শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে বইমেলা নাগরিকদের কাছে একটি অনন্য সাংস্কৃতিক কর্মসূচিতে পরিণত হয়েছে। চৌ বলেন,

"প্রথমত, এটি বড় আকারের। এটি ৩০তম বইমেলা। এটি স্কেল হিসাবে সর্বোচ্চ। গত বছরের তুলনায় এতে পরিদর্শনকারীর সংখ্যা ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সাল থেকে হংকংয়ের জনগণ বইমেলার জন্য অপেক্ষা করত। আমি আশা করি গ্রীষ্মে তাদের জন্য কিছু বই সরবরাহ করার পাশাপাশি আমাদের বই মেলা গ্রীষ্মকালীন ছুটির সময় ব্যবসায়কেও প্রচার করতে পারে। নাগরিকরাও আশা করেন বই মেলায় সাংস্কৃতিক প্রচার বৃদ্ধি পাবে।"

চৌ ছি লিয়াং বলেন, এ বছরের বই মেলার ৩১০টিরও বেশি চমত্কার, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। একই সঙ্গে, এ বছর হংকং বইমেলাতে প্রধান বইয়ের দোকান, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শপিং মল এবং কফি শপ ইত্যাদি যৌথভাবে 'সাংস্কৃতিক জুলাই--রিডিং গ্রীষ্ম' সংগঠন রয়েছে। চৌ ছি লিয়াং বলেন,

"আমাদের এই বছরের প্রদর্শনীতে ৩১০টি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যেমন বক্তৃতা, বৈঠক, পড়ার সেশনে কিছু বিখ্যাত লেখককে আমন্ত্রণ জানানো... আসলে, মেলার বাইরে বিভিন্ন স্থানে এসব আয়োজন করা যেতে পারে। যেমন ক্যাফে, রেস্টুরেন্ট, জাদুঘর এমনকি স্কুল লাইব্রেরিতে। তাই কয়েক বছর আগে আমরা 'সাংস্কৃতিক জুলাই--রিডিং গ্রীষ্ম' নামে একটি পরিকল্পনা তৈরি করি। এখন বই মেলায় ৩৪০টি ইভেন্ট রয়েছে এবং মোট ৬৫০টি অনুষ্ঠান আয়োজন করা হবে। সুতরাং এটি খুব সমৃদ্ধ কন্টেন্ট। আমি আশা করি, এটি শুধু হংকংয়ের বন্ধুদেরই নয়, হংকংয়ের বাইরেও বন্ধুদেরও কাছে টানবে, যারা গ্রীষ্মকালীন ছুটির সময় বিভিন্ন ইভেন্টে যোগ দিতে হংকংয়ে আসবে।"

চৌ আরও বলেন, বই মেলার এই বছরের থিম "বিজ্ঞান কথাসাহিত্য এবং যুক্তিযুক্ত সাহিত্য" নির্বাচন করেছে বইয়ের ফেয়ারের সাংস্কৃতিক অনুষ্ঠান উপদেষ্টা গ্রুপ, পাঠকদের আরও বিভিন্ন ধরনের বিজ্ঞান কথাসাহিত্য এবং যুক্তিযুক্ত সাহিত্য পড়তে উৎসাহিত করে, আরো অজানা এলাকাগুলি অনুসন্ধান করে এবং জীবনকে সমৃদ্ধ করে।

হংকংয়ের ঝংহে পাবলিশিং কোম্পানির পরিচালক ইয়ু খে লিন বলেন, বিজ্ঞান কথাসাহিত্যের থিম জাতীয় বিজ্ঞান সচেতনতার বিকাশকে উৎসাহিত করে। তিনি বলেন,

"যখন মানবসমাজ একটি নির্দিষ্ট পর্যায়ে উন্নীত হয়, বিশেষত যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা তথ্যগত সভ্যতার যুগ আসে, তখন বিজ্ঞান কথাসাহিত্য আমাদের অনেক কল্পনাশক্তি দেয়। এবং কল্পনাশক্তি আমাদের স্বপ্ন নয়, এটি একটি বিজ্ঞানভিত্তিক কল্পনাশক্তি ও সৃজনশীলতা।"

এটিও উল্লেখযোগ্য যে বিজ্ঞানবিষয়ক থিম ও প্রযুক্তির বিকাশের প্রেক্ষাপটে হংকংয়ের প্রথম অডিও রিডিং অ্যাপ্লিকেশনটি চালু করেছে। এ নিয়ে ইউনাইটেড পাবলিশিং কোম্পানির জেনারেল ম্যানেজার ছেন হুয়া মিং বলেন, অডিও পড়ার অ্যাপ্লিকেশনটি পাঠকের পঠন শৈলীকে সমৃদ্ধ করবে, এটি প্রকাশনার জন্য একটি নতুন সমন্বিত ব্যবসা পদ্ধতি সরবরাহ করে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040