ট্রাম্প-জনসন ফোনালাপ
  2019-07-30 10:37:18  cri
জুলাই ৩০: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৬ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেন। ব্রেক্সিটের পর ব্রিটেন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা নিয়ে তাঁরা আলোচনা করেন। মার্কিন হোয়াইট হাউস গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হলো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জনসনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

বিবৃতিতে বলা যায়, ফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ট্রাম্প ও জনসন। ব্রেক্সিটের পর দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক গভীরতর ও সম্প্রসারণ করার ব্যাপারে একমত হন তাঁরা।

উল্লেখ্য, বরিস জনসন ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করেন। তিনি জোর দিয়ে বলেছেন, চুক্তি হোক বা না-হোক, ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবেই। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040