সংবাদ পর্যলোচনা: কায়রোতে চীন-মিশর বিনিয়োগ ও বাণিজ্যমেলা অনুষ্ঠিত
  2019-07-29 15:23:14  cri

গতকাল (রোববার) মিশরে চীনা দূতাবাস এবং চীন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে চীন-মিশর বিনিয়োগ ও বাণিজ্যমেলা কায়রোতে অনুষ্ঠিত হয়েছে। চীন ও মিশরের ৭০টি কোম্পানি এতে অংশ নেয় এবং এ প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা, অংশীদার ও সুযোগ অনুসন্ধান করে। প্রিয় শ্রোতা, বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উন্নয়ন কমিটির পরিচালক লুই সিন হুয়ার নেতৃত্বে ২০টি কোম্পানির চীনা শিল্পপতি এ মেলায় অংশ নেন। তারা আর্থিক, অবকাঠামো নির্মাণ ও ইলেক্ট্রনিক প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে কাজ করেন। প্রতিনিধিদল এবার মরক্কো, সৌদি আরব ও মিশর সফর করেছেন। কায়রোতে এ মেলা মিশরে চীনা কোম্পানি ও মিশরের কোম্পানিগুলোকে আকর্ষণ করেছে।

লুই সিন হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বর্তমানে চীন-মিশর সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত হয়েছে। চীন মিশরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অর্থ-বাণিজ্যিক বাস্তব সহযোগিতা দ্রুত উন্নত হচ্ছে। ভালো রাজনৈতিক ও আর্থ-বাণিজ্যিক সম্পর্ক এবার চীনা বিনিয়োগ পর্যবেক্ষণ দলের সদস্যদেরকে আস্থা দিয়েছে এবং দু'পক্ষের সম্ভাব্য সহযোগিতার দৃঢ় ভিত্তি তৈরি করেছে। চীন আন্তরিকভাবে মিশরের সঙ্গে সহযোগিতা চালাতে চায় এবং চীনা কোম্পানির প্রাধান্য মিশরের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগিয়ে উন্নয়নের ফলাফল ভাগাভাগি করতে চায়।

(রে)

আজকের এ মেলা একটি প্ল্যাটফরম তৈরি করেছে। এর মাধ্যমে চীন ও মিশরের শিল্পপতিরা সরাসরি বিনিময় করতে পারবেন। পারস্পরিক সমঝোতা গভীর হবে এবং বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্প সংযুক্ত করে পারস্পরিক কল্যাণকর অংশীদার ও ব্যবসার সুযোগ তৈরি হবে।

মিশরে চীনা রাষ্ট্রদূত লিয়াও লি ছিয়াং তার ভাষণে বলেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের উচ্চ মানের উন্নয়ন মিশর উন্নয়নের নতুন চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বড় ও মহান অবকাঠামো প্রকল্প এগিয়ে নেওয়ার পাশাপাশি দু'পক্ষ ছোট প্রকল্পেও সহযোগিতা করতে পারে। আশা করা যায়, চীন ও মিশরের বিনিয়োগকারী ও শিল্পপতিরা এবারের মেলার মাধ্যমে আরও ব্যবসার সুযোগ খুঁজে পাবে এবং কার্যকর, উচ্চ মান ও মানুষের জীবনযাত্রায় উপকারী এমন প্রকল্প তৈরি করবে।

মিশরের শিল্পপতি কমিটির চেয়ারম্যান আলি ইসা তার ভাষণে বলেন, মিশরের এই কমিটি চীনের ২০টিরও বেশি আর্থ-বাণিজ্যিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। বর্তমানে মিশরের অর্থনীতি উন্নয়নের প্রবণতা ভালো এবং তা চীনের বিনিয়োগ আকর্ষণ করে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন বাস্তবায়ন করতে চায়। তিনি মনে করেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে ভালো সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন,

মিশরের শিল্পপতি কিমিটি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ওপর বেশি গুরুত্ব দেয় এবং তা দু'দেশের সম্পর্ক উন্নয়নের ভিত্তি বলে মনে করে। বিশেষ করে, মধ্যপ্রাচ্য অঞ্চলের গুরুত্বপূর্ণ শক্তি ও নবোদিত অর্থনৈতিক সত্তা হিসেবে মিশরের বিশেষ ভৌগোলিক সুবিধা 'সুয়েজ খাল' অর্থনৈতিক করিডোর পরিকল্পনা এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে সংযুক্ত করে বড় সুযোগ সৃষ্টি করেছে।

পরবর্তীতে অনুষ্ঠিত চীন-মিশর কোম্পানি বিনিময় সম্মেলনে চীনা কোম্পানিগুলো ইতিবাচকভাবে নিজেদের পরিচয় তুলে ধরে এবং মিশরের শিল্পপতিরা বিভিন্ন প্রশ্ন করেন। দু'দেশের শিল্পপতিরা সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বেইজিং হুয়াং ইয়ং জ্বালানি বিজ্ঞান-প্রযুক্তি কোম্পানি একটি পেশাদার পরিবেশবান্ধব কোম্পানি এবং এর উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম রয়েছে। কোম্পানির বোর্ড চেয়ারম্যান ইয়াং ই বলেন,

আমরা মিশরের সঙ্গে সহযোগিতা করতে চাই। এখানে আমরা দেখেছি, মিশরের আবর্জনা নিষ্পত্তি ব্যবস্থা ভালো নয়। আমরা আশা করি, এ বিষয়ে স্থানীয় সহযোগী অংশীদার খুঁজে পাব।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040