বিভিন্ন দেশের প্রতি হেপাটাইটিস নির্মূলে বেশি বরাদ্দ দেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2019-07-29 14:36:43  cri
জুলাই ২৯: গতকাল (রোববার) বিশ্ব হেপাটাইটিস (যকৃতপ্রদাহ) দিবস উপলক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও বিভিন্ন দেশের প্রতি হেপাটাইটিস নির্মূলে বেশি বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হেপাটাইটিস ভাইরাস নির্ণয় ও চিকিত্সার খরচ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ খাতে আরও বরাদ্দ দেওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানায় ডব্লিউএইচও।

ব্রিটেনের সর্বশেষ 'দ্য ল্যাসেট গ্লোবাল হেলথ' পত্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত সর্বশেষ গবেষণামূলক রিপোর্টে বলা হয়, প্রতি বছর ৬৭টি কম আয় ও মাঝারি আয়ের দেশের জন্য যকৃত্প্রদাহ নির্মূলের কাজে ৬০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হলে ২০৩০ সালে মোট ৪৫ লাখ লোকের অকাল মৃত্যু রোধ করা যাবে বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, এ দিবসের উদ্দেশ্য হলো, ২০৩০ সালের মধ্যে যকৃত্প্রদাহের রোগী ৯০ শতাংশ এবং মৃত্যুর হার ৬৫ শতাংশ কমানো। তবে ডব্লিউএইচও'র ১৯৪টি সদস্যদেশের মধ্যে ১২৪টি দেশ যকৃত্প্রদাহ নির্মূলের পরিকল্পনা নিয়েছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040