চীন-লাওস রেলপথের লাং প্রাবাংতে মেকং নদীর উপর বড় সেতু নির্মাণের কাজ সমাপ্ত
  2019-07-28 19:11:01  cri
জুলাই ২৮: আজ (রোববার) ভোরে চীন-লাওস রেলপথের লাং প্রাবাংতে মেকং নদীর উপর বড় সেতু নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। পরিকল্পনার চেয়ে ৭ মাস আগেই সেতুটি সম্পন্ন হলো।

লাং প্রাবাং মেকং নদীর বড় সেতু লাং প্রাবাং শহরের উত্তরাঞ্চলে অবস্থিত, এর দৈর্ঘ্য ১৪৫৮.৯ মিটার। বিশেষ প্রাকৃতিক পরিস্থিতির কারণে এ সেতুটি নির্মাণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ২০১৭ সালের জুন মাসে এর নির্মাণ কাজ শুরু হয়।

উল্লেখ্য, চীন-লাওস রেলপথের মোট দৈর্ঘ্য ৪১৪.৩৩২ কিলোমিটার, যা বোতেন বন্দর থেকে ভিয়েনতিয়েন পর্যন্ত। ২০২১ সালের শেষ দিকে রেলপথের পুরো কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হয়। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040