চীনের উন্নয়নশীল দেশের অবস্থান বাতিল হবে না:সিআরআই সম্পাদকীয়
  2019-07-28 14:37:09  cri
জুলাই ২৮: গত ২৬ জুলাই (শুক্রবার) যে কোনো ব্যবস্থা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় উন্নয়নশীল দেশের অবস্থান-সম্পর্কিত নিয়ম সংস্কার করতে হবে বলে তাগিদ দিয়েছে মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি। ৯০ দিনের মধ্যে স্পষ্ট অগ্রগতি দেখা না গেলে একতরফা কার্যক্রম চালানোর হুমকি দিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের এমন আচরণ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ডাব্লিউটিও'র মৌলিক নিয়মের বিরোধিতা করে এবং বরাবরই তথাকথিত সংস্কার চালু করার দাবি জানায়। ২০১০ সালে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হওয়ার পর বহুবার চীনের উন্নয়নশীল দেশের অবস্থান বাতিলের তাগিদ দেয় ওয়াশিংটন।

যে কোনো একটি রাষ্ট্র উন্নয়নশীল দেশ কিনা তা শুধু আলাদা সূচকের মাধ্যমে বিবেচনা করা উচিত নয়, বরং অর্থনৈতিক পরিমাণ, মাথাপিছু জিডিপি, শিল্পের কাঠামো, সৃজনশীলতা আর নাগরিকদের আয় বিতরণসহ বিভিন্ন দিক থেকে বিবেচনা করা উচিত। চীনের লোকসংখ্যা প্রায় ১.৪ বিলিয়ন,যদিও অর্থনৈতিক পরিমাণ প্রায় ১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার, তবে মাথাপিছু জিডিপির পরিমাণ ১০ হাজার মার্কিন ডলারের চেয়ে কম।এ সংখ্যা যুক্তরাষ্ট্রের ছয় ভাগের এক ভাগের চেয়েও কম। চীনের রাষ্ট্রীয় পর্যায়ের দরিদ্র জেলার সংখ্যা পাঁচ শতাধিক এবং দরিদ্র লোকসংখ্যা ১ কোটি ৬০ লাখেরও বেশি, তাই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান হল বৃহত্তম উন্নয়নশীল দেশ আর বৃহত্তম উন্নত দেশের মধ্যে ব্যবধান।

ডাব্লিউটিও-তে নিজের অর্থনৈতিক উন্নয়নের মান ও দক্ষতার সাথে সঙ্গতিপূর্ণ দায়িত্ব বহন করবে চীন এবং দৃঢ়ভাবে উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করবে। রাষ্ট্রীয় কেন্দ্রীয় স্বার্থ ও জনগণের মৌলিক স্বার্থ রক্ষায় চীন মাথা নত করবে না, যে কোনো চাপিয়ে দেওয়া নিয়ম এতে কার্যকর হবে না। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040