যুক্তরাষ্ট্র সামাজিক অস্থিরতা তৈরির জন্য কিউবার তেল আমদানি রোধ করতে চায়: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল
  2019-07-27 16:59:22  cri
জুলাই ২৭: যুক্তরাষ্ট্র সামাজিক অস্থিরতা তৈরির জন্য কিউবার তেল আমদানি রোধ করতে চায় বলে জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো কিউবার জনগণের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত করা, যাতে সামাজিক অস্থিরতা তৈরি করা যায়।

গতকাল (শুক্রবার) দেশটির দক্ষিণ-পূর্ব শহর বাইয়ামোয়ে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন সরকার যে-কোনো পদ্ধতিতে তেল পাঠানো জাহাজকে কিউবার বন্দরে আসতে বাধা দেয়ার চেষ্টা করে এবং এ সম্পর্কিত শিপিং ও বীমা কোম্পানিকে বর্বরোচিতভাবে হুমকি দেয়। মার্কিন সরকারের লক্ষ্য হলো আরেক ধাপে কিউবার নাগরিকদের জীবনযাত্রার মান, উন্নয়ন ও ভবিষ্যতের আশা ক্ষতিগ্রস্ত করা, যাতে সামাজিক অস্থিরতা তৈরি করা যায়।

তিনি আরো বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সভ্য সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ত্যাগ করে নি। কিন্তু এ সম্পর্ক গড়ে তোলার পূর্বশর্ত হলো পারস্পরিক সম্মান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040