ব্রিক্স দেশগুলোকে বহুপক্ষবাদ রক্ষা করতে হবে:চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2019-07-27 14:52:24  cri
জুলাই ২৭: ব্রিক্স দেশগুলোকে বহুপক্ষবাদ রক্ষা করতে হবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল (শুক্রবার) ব্রাজিলে ব্রিক্স দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা বলেন তিনি।

ওয়াং ই বলেন, একতরফাবাদ, সংরক্ষণবাদ ও বুলি আওড়ানোর আচরণ অব্যাহতভাবে ঘটেছে, যা আন্তর্জাতিক নীতিমালা ধ্বংস করেছে, আন্তর্জাতিক রাজনীতি চ্যালেঞ্জ করেছে, আন্তর্জাতিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্বের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা গুরুতর করেছে। একতরফাবাদ ইতিহাসের পশ্চাদপসরণ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্ট আন্তর্জাতিক ব্যবস্থা ও শৃঙ্খলা বিধ্বস্ত করেছে। বর্তমানে আরো বেশি দেশ কার্যক্রমের মাধ্যমে একতরফাবাদকে নাকোচ করে দিয়েছে।

তিনি আরো বলেন, ব্রিক্স দেশগুলোর উচিত বহপক্ষবাদ বাস্তবায়ন করা, বিশেষ করে জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা,আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সৃষ্ট শৃঙ্খলা সংরক্ষণ করা এবং বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা নিশ্চিত করা, যাতে নবোদিত বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ ও উন্নয়নের সুযোগ রক্ষা করা যায়। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040