চীনের ক্রেডিট ব্যবস্থা নিয়ে পশ্চিমাদের সমালোচনা ভণ্ডামিপূর্ণ: জার্মান গণমাধ্যম
  2019-07-26 18:30:49  cri

জুলাই ২৬: জার্মানির মূল ধারার একটি গণমাধ্যম (Süddeutsche Zeitung) তার প্রবন্ধে বলেছে, চীনের ক্রেডিট রেটিং ব্যবস্থা নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগগুলো ভণ্ডামিপূর্ণ।

প্রবন্ধটি পশ্চিমা দেশগুলিতে ব্যাপক নজরদারির বিষয়টি তুলে ধরেছে। প্রবন্ধ বলা হয়, পশ্চিমা দেশগুলোতে কোনো ব্যক্তি অনলাইনে কী খুঁজছে, তার তথ্য গুগল ও ফেসবুকের মতো তৃতীয় পক্ষের কোম্পানিগুলির অনুসরণ করে ও রেকর্ড করে। ইউরোপীয় ইউনিয়ন রেল, বাস ও নৌকা ভ্রমণকারীদের তথ্য নিরাপত্তা বিভাগে পাঠাতে চায়। এবং সুপারমার্কেট, খুচরা চেইন বিক্রয় প্রতিষ্ঠান এবং পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানিগুলো গ্রাহকের মোবাইল সিগনাল পর্যবেক্ষণ করে গ্রাহকদের তথ্য চুরি করে।

গার্ডিয়ানের (the Guardian) একটি প্রতিবেদনও নিশ্চিত করা হয় যে, গুগল এবং অ্যামাজনের ভার্চুয়াল সহকারীরা বিভিন্ন পরিষেবা সরবরাহকারীদের প্রকৌশলী ও কর্মচারীরাও গোপনে তথ্য সংগ্রহ করে।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040