চীনের মানবাধিকার গবেষণা ইনস্টিটিউট 'আমেরিকার মানবাধিকারের' ভণ্ডামিপূর্ণ চরিত্র উন্মোচন করেছে
  2019-07-26 15:56:58  cri
জুলাই ২৬: চীনের মানবাধিকার গবেষণা ইনস্টিটিউট আজ (শুক্রবার) 'যুক্তরাষ্ট্রের মজ্জাগত বর্ণবৈষম্য সমস্যা এবং আমেরিকান মানবাধিকারের ভণ্ডামি' শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রে দীর্ঘ বর্ণবৈষম্য সমস্যা ও এতে 'আমেরিকান মানবাধিকারের' গুরুতর ভণ্ডামি উন্মোচিত হয়েছে। প্রবন্ধে বলা হয়, মার্কিন বর্ণবৈষম্য সমস্যার সমাধান বেশ কঠিন।

প্রবন্ধে আরও বলা হয়, বর্ণ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামাজিক বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য মূলত অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের বৈষম্য।

যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য বাস্তব জীবনের সব দিকে সক্রিয় রয়েছে। বিশেষত আইন প্রয়োগ ও বিচার, অর্থনীতি ও সামাজিক অঙ্গনে বৈষম্য প্রতিফলিত হয়েছে। বিপুল পরিমাণ তথ্য-উপাত্তের মাধ্যমে প্রবন্ধে এসব ব্যাখ্যা করা হয়েছে।

এই প্রবন্ধে আদিবাসী, মুসলিম জনগোষ্ঠী ও অভিবাসী গ্রুপের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অবস্থা তুলে ধরা হয়।

যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য সমস্যায় গুরুতর সামাজিক ক্ষতি হয়েছে। এর ফলে, বিভিন্ন জাতির মানুষের মধ্যে সম্পর্কের অবনতি, ঘৃণা, অপরাধ বৃদ্ধি ও ক্রমান্বয়ে সামাজিক ভাঙ্গন সৃষ্টি হচ্ছে।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040