আন্তর্জাতিক পরমাণু সংস্থার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কর্‌নেল ফারুদা
  2019-07-26 11:28:57  cri

জুলাই ২৬: আন্তর্জাতিক পরমাণু সংস্থার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থায় রুমানিয়ার প্রতিনিধি কর্‌নেল ফারুদা। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, মহাপরিচালক ইয়ুকি আমানোর মৃত্যুতে সৃষ্ট শূন্যস্থান পূরণ করতেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১৮ জুলাই আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহাপরিচালক ইয়ুকি আমানো ভিয়েনায় মৃত্যুবরণ করেন। ২০২১ সালের নভেম্বরে তার চলতি মেয়াদ শেষ হবার কথা ছিল।

গেল বছরের সেপ্টেম্বর মাসে একবার সার্জারির পর আমানো পদত্যাগের পরিকল্পনা করেছিলেন। কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই তিনি মারা গেলেন।

৩৫টি দেশের প্রতিনিধি নিয়ে গঠিত আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিষদ শিগগিরি নতুন মহাপরিচালক নিয়োগ করবে বলে জানা গেছে। (শিশির/আলিম/উর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040