সুরের ধারায়, ২৬ জুলাই
  2019-07-26 09:30:16  cri


 গত অনুষ্ঠানের মতো আজকের অনুষ্ঠানেও আমরা ভারতীয় বাঙালি সংগীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় নজরুল সংগীত শোনাব। বিংশ শতাব্দীর পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে বাংলা গান চমৎকারিত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছে এবং সে-কারণে এ সময়কে "বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ বলা হয়"। আর এ সময়ের বলিষ্ঠ একজন কণ্ঠশিল্পী মানবেন্দ্র মুখপাধ্যায়।

মানবেন্দ্র অনেক চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছিলেন। তাঁর গাওয়া বেশ কিছু গান সে সময় তাকে বিখ্যাত করে তোলে। এমন সময় ১৯৬৫ সালে তার একক নজরুলগীতির অ্যালবাম প্রকাশিত হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040