ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2019-07-25 16:15:38  cri

জুলাই ২৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবাণীতে প্রধানমন্ত্রী লি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে, চীন-ব্রিটেন সম্পর্কের বিকাশ বজায় রয়েছে। উভয় পক্ষের মধ্যে উচ্চ মানের ঘনিষ্ঠ বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রী জনসনের প্রশংসা করেন লি।

লি আরও বলেন, ব্রিটেনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় চীন। লি পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর করতে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বাড়াতে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম আচরণের ভিত্তিতে 'সুবর্ণ যুগ' এগিয়ে নিতে চান। চীন-ব্রিটিশ স্থিতিশীল সম্পর্ক বিকাশের জন্য প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন লি খ্য ছিয়াং। তিনি বহুপক্ষবাদ ও মুক্ত বাণিজ্য রক্ষা এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠনে অবদান রাখার আগ্রহের কথাও জানান।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040