মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দক্ষিণ কোরিয়া সফর
  2019-07-25 14:50:57  cri

জুলাই ২৫: মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন গতকাল (বুধবার) দক্ষিণ কোরিয়া সফর করেন এবং সেদেশের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান চুং ইয়ু-ইয়ংসহ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকসমূহে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি, দক্ষিণ কোরিয়া-জাপান দ্বন্দ্ব, এবং নিরাপত্তা সহযোগিতাসহ নানান নিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকসমূহে বলা হয়, দুপক্ষ কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সংলাপ পুনরায় শুরু করার গুরুত্ব সম্পর্কেও আলোচনায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

একই দিনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন বোল্টন। (শিশির/আলিম/উর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040