ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বরিস জনসন
  2019-07-25 14:49:24  cri

জুলাই ২৫: ব্রিটেনের ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির নতুন প্রধান বরিস জনসন গতকাল (বুধবার) বাকিংহ্যাম প্রাসাদে গিয়ে রাণীর কাছ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন লাভ করেন এবং আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রাজপ্রাসাদ থেকে প্রধানমন্ত্রীভবনে ফিরে দেওয়া এক ভাষণে জনসন জোর দিয়ে বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে ব্রিটেন। এতে কোনো হেরফের হবে না। তিনি ব্রিটিশ জনগণকে ব্রেক্সিটের সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। ব্রিটেন ও ইইউ'র মধ্যে নতুন ও গ্রহণযোগ্য একটি চুক্তির আওতয়ায় ব্রেক্সিট বাস্তবায়িত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে, চুক্তি না-হলেও ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাবে বলে তিনি সাফ জানিয়ে দেন। (শিশির/আলিম/ উর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040