ব্রিটেনের রক্ষণশীল পার্টির প্রধান নির্বাচিত হলেন বরিস জনসন
  2019-07-24 13:45:58  cri

জুলাই ২৪: ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। ফলে তিনি হতে যাচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী। তিনি বর্তমান প্রধানমন্ত্রী থেরিসা মে'র স্থলাভিষিক্ত হবেন। জনসন দলের প্রধান হওয়ার দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্টকে সহজেই পরাজিত করেন। হান্ট বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

রক্ষণশীল পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে ৯২ হাজার ১৫২ ভোট পান বরিস জনসন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ফলাফল প্রকাশিত হয়। পরে এক ভাষণে জনসন বলেন, তিনি ব্রিটিশ রাজনীতিতে নতুন প্রাণশক্তির যোগান দেবেন এবং দৃঢ়ভাবে ব্রেক্সিট বাস্তবায়ন করবেন।

এদিকে, প্রধানমন্ত্রী থেরিসা মে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সময় আজ (বুধবার) থেরিসা মে ব্রিটেনের রাণীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন এবং বরিস জনসন রাণীর সঙ্গে দেখা করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের অনুমতি নেবেন বলে জানা গেছে। (শিশির/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040