বেলজিয়ামের প্রযুক্তি কোম্পানি এবং চীনের জাতীয় জাদুঘর সফলভাবে ভ্যান গঘের আর্ট এক্সপেরিয়েন্স প্রদর্শনী আয়োজন করেছে
  2019-07-23 14:10:52  cri

জুনের শেষে চীনের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত ইমিউসিভ ভ্যান গঘ আর্ট এক্সপেরিয়েন্স প্রদর্শনীতে অনেক মানুষের আনাগোনা ছিল।

ডার্টি মনিটর (dirty Monitor) নামে একটি বেলজিয়াম কোম্পানি প্রদর্শনী আয়োজনে সহায়তা দিয়েছে। সম্প্রতি বেলজিয়ামে সিআরআই'র সংবাদদাতা এ কোম্পানির সিইও'র সঙ্গে সাক্ষাত্ করেন এবং ভ্যান গঘ আর্ট এক্সপেরিয়েন্স এক্সবিবিশন এবং চীনা প্রতিষ্ঠানগুলির সাথে সহযোগিতার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। শুনুন সাক্ষাত্কারটি।  

এ সংগীতটি চীনের জাতীয় জাদুঘর থেকে সংগৃহীত সংগীতের একটি অংশ। ছবিতে দেখা যায়- সূর্যমুখী ফুল বাতাসে দুলছে, কাঁকড়া হেঁটে যাচ্ছে এবং কাক গম ক্ষেতেও ওপর দিয়ে উড়ে যাচ্ছে। প্রদর্শনী উপভোগ করার সময় মনে হয় যেন ভ্যান গঘের সৃষ্টি দৃশ্যটির সঙ্গে মিশে রয়েছে।

বেলজিয়ামের শারলেভা (Sharleva) শহরে সংবাদদাতা সিইও অরফিও ছাতাদোর (Orfio Catado) সঙ্গে দেখা করেন। তিনি দুই দিন আগে বেইজিং থেকে বেলজিয়ামে ফিরে যান। এবার চীন সফরের প্রধান লক্ষ্য ছিল, চীনের জাতীয় জাদুঘরের সঙ্গে সহযোগিতা প্রদর্শনীর আয়োজন করা। অরফিও (Orfio) বলেন, তিনি আশা করেন, এই প্রদর্শনীটি আরও মানুষের জন্য শিল্পের দরজা খুলে দেবে, বিশেষ করে শিশুদের শিল্পকলা বিকাশে সহযোগিতা করবে।

"এখানে ভ্যান গঘের ২০০টিরও বেশি শিল্পকর্ম আছে এবং সম্ভবত তাদের মধ্যে একটি ছবি শিশুদের মনোযোগ আকর্ষণ করে। ভ্যান গঘের কাজে তারা অনুপ্রাণিত হয় এবং ভবিষ্যতে ভ্যান গঘের কাজ সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি হয়।"

যদিও বেইজিংয়ের প্রদর্শনীতে ভ্যান গঘের কোনো প্রকৃত শিল্পকর্ম নেই, তারপরও প্রতিটি কর্ম মূল কাজের ভিত্তিতে বৈজ্ঞানিক উপায়ে সাবধানে তৈরি করা হয়েছে। অরফিও বলেন,  

"মানুষ গল্পের মধ্যে হেঁটে যায়, প্রদর্শনীতেও ছবির মাধ্যমে তেমন হয়। একটি নতুন উপায়, একটি নতুন অভিজ্ঞতা; চীনের জাতীয় জাদুঘরে, বেলজিয়ামে বা ইতালিতে।" চীনের জাতীয় জাদুঘরের সঙ্গে সহযোগিতার কথা বলার সময় তিনি তার সন্তুষ্টি ও সুখের কথা প্রকাশ করেছিলেন। অরফিও বলেন,  

"এটি একটি খুব সুন্দর মেমরি। আমরা চীনের জাতীয় যাদুঘরের কর্মীদের সাথে একটি সমন্বিত ও অবিচ্ছেদ্য দল গঠন করি। চীনের জাতীয় জাদুঘরের সঙ্গে সহযোগিতা করা আমাদের জন্যও একটি সৌভাগ্যের বিষয়।"

অরফিও ১২ বার চীন সফর করেছেন। তিনি বলেন,

"প্রতিবার আমি চীনে যাই, এতে দেশটি সম্পর্কে আরও জানতে পারি। প্রতিবার আমার কোম্পানির কর্মচারীরা চীনা সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। চীনের মানুষের জন্য আমার বিশেষ অনুভূতি আছে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040