আধুনিক কৃষি শিল্প ক্ষেত্র গুয়াংদংয়ের গ্রামকে সমৃদ্ধ করে তুলেছে
  2019-07-23 10:37:44  cri


গত জুলাই মাসে চীনের গুয়াংদং প্রদেশের হুইচৌ শহরের হুইছেং এলাকায় অবস্থিত সিমিয়াওমি শিল্প ক্ষেত্রে ব্যাপক ফসল উত্পাদিত হয়। স্থানীয় কৃষক ছেন ইয়ৌ ফেং বলেন, এ বছর তাঁর ধান ক্ষেতে প্রতি মু মানে প্রায় ৬৬৬ বর্গমিটারে ৬ থেকে ৭ শো জিন অর্থাত্ ৩ থেকে ৩.৫ কিলোগ্রাম ফসল হয়।

ছেন ইয়ৌ ফেং হলেন শিল্প ক্ষেত্রের উদ্যোক্তা প্রতিষ্ঠান গুয়াংদং প্রদেশের হাইনা কৃষি কোম্পানির সমবায়ী কৃষক। তিনি ও তাঁর স্ত্রী মোট ৩শো মু'র বেশি ধান ক্ষেত পরিচালনা করেন। তাঁদের বার্ষিক আয় ১লাখ ইউয়ানেরও বেশি। তিনি বলেন, এটি আগে বাইরে কাজ করার চেয়ে অনেক বেশি।

শিল্প ক্ষেত্রের কাছাকাছি ওয়ানলু গ্রামের বাসিন্দা লি ওয়েই থিং হলেন একজন সমবায়ী কৃষক। তিনি বলেন, আগে তিনিও বাইরে কাজ করতেন। কিন্তু এখন হাইনা কোম্পানির শিল্প ক্ষেত্রে মাছ চাষ করছেন। তিনি বলেন, মাছ চাষ করার খরচ হাইনা কোম্পানি তাঁকে দিয়েছে। তিনি প্রতি মাসে কমপক্ষে ৫হাজার ইউয়ান আরএমবি মূল বেতন পান। কোম্পানিটি মাছ চাষ করার ২০শতাংশ মুনাফাও তাঁকে দেয়। তিনি বলেন, আধুনিক পরিচালনার মাধ্যমে তাঁর আয় অনেক বৃদ্ধি পেয়েছে।

হাইনা কোম্পানি আধুনিক কৃষিজাত ও পশু খামার শিল্প সংযুক্ত করে। এছাড়াও প্রাকৃতিক পরিবেশ ও অর্থনীতির মুনাফা সংযুক্ত করা হয়। শিল্প ক্ষেত্রে ধান ছাড়াও মাছ, হাঁস, ব‍্যাঙ ও কচ্ছপ চাষ করা হয়। এসব পশুপাখি ধান ক্ষেতে ঘাস ও পোকা পরিষ্কার করতে পারে এবং পশুবিষ্ঠা প্রাকৃতিক সারে পরিণত হতে পারে। ধান ছাড়াও ক্ষেতে বিভিন্ন ধরনের ফল চাষ করা হয়।

হাইনা কৃষি কোম্পানির চেয়ারম্যান চং চেন ফাং বলেন, আধুনিক পদ্ধতিতে ব্যাপকভাবে অর্থনৈতিক মুনাফা বৃদ্ধি পেয়েছে। বর্তমান মুনাফা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি।

তিনি আরো বলেন, হাইনা কোম্পানি স্থায়ীভাবে চীনের অনেক কৃষি বিজ্ঞান গবেষণালয়ের সঙ্গে সহযোগিতা করে থাকে। ২০১৭ সালে কোম্পানিটি নিজের বিজ্ঞান গবেষণালয় প্রতিষ্ঠা করেছে।

২০১৭ সালের নভেম্বর মাস থেকে হাইনা কোম্পানি পর্যটন উন্নয়ন শুরু করে। ধান ক্ষেত, আধুনিক কৃষি যন্ত্রপাতি, ত্রিমাত্রিক প্রজনন ও জৈবিক নিয়ন্ত্রণ পরীক্ষামূলক বিজ্ঞানগত প্রদর্শনী ছাড়াও চাষাবাদের প্রশিক্ষণ দিয়ে থাকে এই কোম্পানি।

হুইছেং এলাকার সিমিয়াওমি শিল্প ক্ষেত্র মাত্র গুয়াংদং প্রদেশের আধুনিক কৃষি শিল্প ক্ষেত্রগুলোর একটি সংক্ষিপ্তসার। আধুনিক কৃষি শিল্প ক্ষেত্রের নির্মাণ হলো গুয়াংদং প্রদেশের গ্রাম সমৃদ্ধ করে তোলার কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ২০১৮ সালে প্রাদেশিক পর্যায়ের আধুনিক কৃষি শিল্প ক্ষেত্র নির্মাণের পরিকল্পনা অনুযায়ী তিন বছরের মধ্যে সমগ্র প্রদেশে ১৫০টি প্রাদেশিক পর্যায়ের আধুনিক কৃষি ক্ষেত্র নির্মিত হবে। এ পর্যন্ত ১০০টি নির্মাণের সনাক্তকরণ কাজ সম্পন্ন হয়েছে। গুয়াংদং প্রদেশ আধুনিক কৃষি শিল্প ক্ষেত্র নির্মাণের মাধ্যমে গ্রামের সমৃদ্ধি বাস্তবায়ন করবে। (ছাই/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040