বিদায় এবং হ্যালো
  2019-07-22 12:50:42  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে নারী কন্ঠশিল্পী ছাই চিয়ান ইয়া'র পরিচয় দেবো। তার ইংরেজি নাম তানিয়া ছুয়া। তিনি ১৯৭৫ সালের ২৮ জানুয়ারি সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি এখন চীনের তাইওয়ানে থাকেন। ১৯৯৭ সালে তিনি সিঙ্গাপুরে তার প্রথম ইংরেজি অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'আমাকে ভালবাসা সহজ' নামের গান। ২০১১ সালে গানটি রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছাই চিয়ান ইয়া'র কন্ঠে 'আমাকে ভালবাসা সহজ' শীর্ষক গান। ১৯৯৯ সালে তিনি তাইওয়ানের স্বর্ণ সংগীত প্রতিযোগিতায় নবাগত শিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৫ সালে তিনি তাইওয়ানের ১৭তম স্বর্ণ সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমাকে কষ্ট দিও না' নামের গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। তিনি গানের কথা লিখেছেন এবং সুর দিয়েছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছাই চিয়ান ইয়া'র কন্ঠে 'আমাকে কষ্ট দিও না' শীর্ষক গান। ২০০৭ সালে তিনি তাইওয়ানের ১৯তম স্বর্ণ সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অ্যালবাম প্রযোজক ও শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন। ২০১১ সালে তিনি তৃতীয়বারের মতো তাইওয়ানের স্বর্ণ সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বিদায় এবং হ্যালো' নামের গান। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছাই চিয়ান ইয়া'র কন্ঠে 'বিদায় এবং হ্যালো' শীর্ষক গান। এখন আমি তাঁর কন্ঠে 'ছুটি নিতে চাই' শীর্ষক গান শোনাবো। গানটি'র কথা এমন: 'আমি ছুটি নিতে চাই। জুতা পড়ে রোদ উপভোগ করতে চাই। কফি শেষ করো; আমরা গাড়ি চালিয়ে সৈকতে যাবো। এতো সুন্দর আবহাওয়ায় কাজ করা মানে সময় নষ্ট করা। আমার সঙ্গে একটা দিন কাটাও পাগলের মতো। কোনো চিন্তা থাকবে না, থাকবে না কাজ। আমরা একসঙ্গে পাহাড়ের চূড়ায় বাতাস উপভোগ করবো। রাতে আমরা একসঙ্গে ক্লাবে পান করবো। এভাবে আমি কতোদিন ছুটি নিতে চেয়েছি। ছুটির দিনে আমরা ঘুরে বেড়াবো; সড়কে তোমাকে চুমু খাবো; আনন্দে আমরা পরস্পরকে ভালোবাসবো।'

বন্ধুরা, চলুন গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন ছাই চিয়ান ইয়া'র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেন হাও'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৯ সালের ৯ ডিসেম্বর শানদং প্রদেশের ছিংদাও শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেত্রী, টিভি হোস্ট ও কন্ঠশিল্পী। তিনি হলেন চীনের টেলিভিশন শিল্পী সমিতি'র ভাইস চেয়ারম্যান। ১৯৯৭ সালে তিনি চীনের কেন্দ্রীয় একাডেমি অব ড্রামার পারফরম্যান্স বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০০ সালে তিনি টিভি হোস্ট হিসেবে কাজ শুরু করেন। ২০০১ সালে তিনি প্রধান অভিনেত্রী হিসেবে টিভি সিরিজে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'আমি বিশ্বের এদিকে তোমার জন্য অপেক্ষা করি' শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন হাও'র কন্ঠে 'আমি বিশ্বের এদিকে তোমার জন্য অপেক্ষা করি' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ছেন হংয়ের কন্ঠে 'সবসময় বাড়ি ফিরতে চাই' শীর্ষক গান। তিনি ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বরে হেইলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি তৃতীয় জাতীয় যুবক কন্ঠশিল্পী টেলিভিশন প্রতিযোগিতার দ্বিতীয় স্থান পেয়েছেন। তিনি হলেন জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী এবং চীনা নৌবাহিনীর রাজনৈতিক বিভাগের টেলিভিশন শিল্প কেন্দ্রের উপপরিচালক। আশা করি, আপনারা ছেন হংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040