সুরের ধারায়: 'মেই ই ক্য রেন' এবং অন্য গান
  2019-07-26 15:26:52  cri

প্রিয় শ্রোতা, আশা করি ভাল আছেন। বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

সঙ্গীত কোনো দেশের সীমা মানে না। আপনি কি এখন গাড়ি চালাচ্ছেন, নাকি বাসার কোনো কাজ করছেন? আপনি এখন একা, নাকি সাথে সঙ্গী আছে? আপনার মন আজ বেইজিংয়ের শরত্কালের নীল আকাশের মতো স্বচ্ছ, নাকি ঢাকার কালবৈশাখী সময়ের মতো মেঘলা? যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আসুন সঙ্গীত উপভোগ করি। সঙ্গীতের জগতে ডুব দেওয়ার আনন্দই আলাদা। কী বলেন?

(গান ১, মেই ই ক্য রেন)

আজকের অনুষ্ঠানে আপনাদেরকে গায়িকা থান ওয়েই ওয়েই-এর কয়েকটি গান শোনাবো। থান ওয়েই ওয়েই ১৯৮২ সালে চীনের সিছুয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি চীনের জাতীয় গান প্রতিযোগিতায় পুরষ্কার পান। ২০০৭ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। বন্ধুরা, এখন যে গানটি আপনারা শুনছেন, সেটা হল গায়িকা থান ওয়েই ওয়েই এবং অন্যান্য শিল্পীদের গাওয়া গান 'মেই ই ক্য রেন'। শুনুন গানটি।

(গান ২, ইং)

এখন আরেকটি গান শুনুন। গানের নাম 'ইং' বা ছায়া। এ গানটি ২০১৮ সালে জাং ই মৌ-এর পরিচালিত চলচ্চিত্র 'ইং'-এর জন্য তৈরি হয়। গানে বলা হয়, শরীরের মাংস ও রক্ত রক্ষা করার বর্ম খুলে আয়নার মধ্যে একটি ফুলের জন্য আসক্ত হয়ে যাই। মোমবাতির সাথে গোলে যাই। তোমার মুখের পাশে ঠাণ্ডা হয়ে যাওয়া চা খেয়ে ফেলি। চাঁদ কার জন্য আকাশে উঠেছে? সারা জীবন যুদ্ধ চালিয়ে আসলাম। এক রাতে সব চুল সাদা হয়ে যায়।

(গান ৩, পু ওয়াং ছু শিন)

'পু ওয়াং ছু শিন' গানটি ২০১৭ সালে চীনের বসন্ত উত্সব অনুষ্ঠানে গাওয়া একটি গান। এ গানটি চীনের লাল ফৌজের সাফল্যের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে রচিত হয়। গানে বলা হয়, হাজার পাহাড় ও নদী পার হলেও কোথা থেকে আসলাম তা ভোলা যায় না। একটি প্রতিশ্রুতির জন্য জীবন উত্সর্গ করা যায়। তোমার কাছে চিরজীবন ঋণী হয়ে থাকি। প্রথম দিকের ইচ্ছা নিয়ে অব্যাহত এগোতে থাকবো। হাজার হাজার রাস্তা ও নদী, সুন্দর চীনের রাস্তা। তুমি আমার সব।

(গান ৪, ই শেং সুও আই)

এখন শুনুন থান ওয়েই ওয়েই-এর গাওয়া গান 'ই শেং সুও আই', অর্থাত 'জীবনের ভালবাসা'। গানে বলা হয়, অতীত ও বর্তমান পার হলে আর ফিরে আসবে না। লাল পাতা মাটির মধ্যে পেতে থাকে। সূচনা পরিবতর্ন হয় না। আকাশের সীমান্তে তুমি মেঘের বাইরে। বেদনার সমুদ্রে ভালবাসা ও ঘৃণার ঢেউ ওঠা-নামা করছে। পৃথিবীতে কেউ ভাগ্য থেকে পালিয়ে যেতে পারে না। ভালবাসলেও কাছে থাকতে পারে না। আমাকে বিশ্বাস করতে হবে এটা আমার ভাগ্য। বিদায় দেওয়ার পর প্রেমিকা আর ফিরে আসবে না। নীরবে একাই বসে সুদূরের দিকে তাকাই। ফুল শুকিয়ে যেতে পারে, কিন্তু আবার ফুটে যাবে। জীবনের ভালবাসা যে আকাশের মেঘের বাইরে।

(গান ৫, হুয়া ইন লাও ছিয়াং)

এখন শুনুন থান ওয়েই ওয়েই'র আরেকটি গান 'হুয়া ইন লাও ছিয়াং'। 'হুয়া ইন লাও ছিয়াং' হলো চীনের শানসু প্রদেশের হুয়া ইন শহরের এক ধরনের ঐতিহ্যবাহী অপেরা। গানটি থান ওয়েই ওয়েই এবং হুয়া ইন লাও ছিয়াং শিল্পী জাং শি মিন একসাথে ২০১৬ সালের বসন্ত উত্সব অনুষ্ঠানে পরিবেশন করেন। গানে বলা হয়েছে: হাজার মাইলের মধ্যে ছিন ছুয়ান অঞ্চল, দেশের বাড়ির কণ্ঠস্বর দিয়ে গাওয়া গল্প ও গান শেষ হয় না।

(গান ৬, চিয়াং হু আর নুই)

এখন শুনুন গান 'চিয়াং হু আর নুই'। গানে বলা হয়, আরেক বার তোমাকে কোলে নেই। অতীতের কথা মনে পড়ে। বিগত সব ঘটনা আবার মনের মধ্যে ঢেউ তুলেছে। আমি পরিচিত সুরের সঙ্গে তোমাকে খুঁজছিলাম। অতীত কখনো পার হবে না। ভবিষ্যত এখানেও থাকবে। সারা জীবনের আনন্দন-বেদনা নিয়ে আমি এ পৃথিবীতে তোমার জন্য অপেক্ষা করবো।

(গান ৭, জুই মেং জি লু)

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে থান ওয়েই ওয়েই-এর আরেকটি গান শোনাবো। গানের নাম জুই মেং জি লু, অর্থাত স্বপ্ন বাস্তবায়নের পথ। গানে বলা হয়েছে: 'নদনদী সব সমুদ্রের দিকে যাচ্ছে। প্রতিটি ঢেউ দ্রুত গতিতে যাচ্ছে। রাস্তায় পাথর যেন উপহার হয়েছে। জীবনের পথে আরেক বার হাটা উচিত কিনা? চ্যালেঞ্জ পরিবর্তন করা যায় কিনা? বুকের মধ্যে আশা এবং মর্যাদা। মনের মধ্যে আর অশান্তি ও সন্দেহ নেই।

(স্বর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040