একটি ব্রিটিশ তেলবাহী জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইরান
  2019-07-20 18:24:36  cri

জুলাই ২০: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী গতকাল (শুক্রবার) জানায়, হরমুজ প্রণালীতে একটি ব্রিটিশ তেলবাহী জাহাজ আটক করেছে দেশটি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এ ঘটনাকে 'অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করেছেন।

বিপ্লবী গার্ড বাহিনী জানায়, ব্রিটিশ তেলবাহী জাহাজটি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক বিধান লঙ্ঘন করেছিল। ইরানের হরমুজগান বন্দর ও সামুদ্রিক সংস্থার কাছে বৈধ প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার জন্য তেলবাহী জাহাজটিকে হস্তান্তর করা হয়।

এদিন হান্ট বলেন, ইরানের ব্রিটিশ তেলবাহী জাহাজ আটক করার ঘটনা 'অগ্রহণযোগ্য'। এ ঘটনায় ব্রিটিশ সরকার জরুরি মন্ত্রিসভার বৈঠক করেছে এবং দেশটির নৌযানের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহবান জানিয়েছে।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040