চীন-সিঙ্গাপুর সম্পর্ক নিয়ে মার্কিন প্রবন্ধের প্রতিবাদ জানায় সিঙ্গাপুরে নিযুক্ত চীনা দূতাবাস
  2019-07-20 17:00:17  cri

জুলাই ২০: গতকাল (শুক্রবার) চীন-সিঙ্গাপুর সম্পর্ক নিয়ে মার্কিন থিংক ট্যাংকের প্রকাশিত আপত্তিকর এক প্রবন্ধের প্রতিবাদ জানিয়েছে দেশটিতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস-এ প্রবন্ধটি প্রকাশিত হয়।

সিঙ্গাপুরে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, চীন ও সিঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ও সুষ্ঠু সহযোগিতা রয়েছে। তা দুই দেশের বন্ধুত্ব এবং সরকার ও সমাজের সব মহলের যৌথ প্রচেষ্টার ফল। কিন্তু জামেস্টাউন ফাউন্ডেশনের প্রবন্ধে, সিঙ্গাপুর চেম্বার অব কমার্স এবং সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ক্ষেত্রে চীন-সিঙ্গাপুর ইস্যুতে চীনাদের উপর প্রভাব পড়েছে।

এটি কেবল চীনই নয়, বরং সিঙ্গাপুরের জন্যও আঘাত। মিথ্যা কথা সত্যকে প্রতিস্থাপন করতে পারে না। সিঙ্গাপুর চীনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। সিঙ্গাপুরের বহুজাতিক সংস্কৃতি ও বিভিন্ন ধর্মকে সম্মান করা এবং পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় চীন। এটি দুই দেশের সরকার ও জনগণের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040