চীনের ধর্মীয় নীতি এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা নিয়ে মার্কিন সরকারের কর্মকাণ্ডের দৃঢ় বিরোধিতা করে চীন
  2019-07-20 16:56:46  cri

জুলাই ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং সুয়াং গতকাল শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আয়োজিত তথাকথিত 'ধর্মীয় স্বাধীনতা প্রচার'বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীনের ধর্মীয় নীতি এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতায় কালি দেওয়ার চেষ্টা করা হয়, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হয়। এতে প্রবল অসন্তুষ্টি জানিয়ে দৃঢ় বিরোধিতা করেছে চীন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানিয়েছে বেইজিং।

কেং সুয়াং বলেন, "চীনের সব নাগরিক আইন অনুসারে ধর্মীয় বিশ্বাসের সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করে। চীনা সরকার নাগরিকদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত অধিকার রক্ষা করে এবং কাউকে ধর্মের নামে অবৈধ ও ফৌজদারি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অনুমতি দেয় না।" তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতার নামে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দৃঢ় বিরোধিতা করে চীন। চীনের ধর্মীয় নীতি ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাকে সঠিকভাবে দেখা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় বেইজিং।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040