ইউরোপের হংকং ইস্যুতে ভুল সংকেত পাঠানো উচিত না: সিআরআই সংবাদকীয়
  2019-07-19 19:38:44  cri
জুলাই ১৯: গতকাল (বৃহস্পতিবার) ইউরোপীয় সংসদে হংকংসম্পর্কিত একটি ধারা গৃহীত হয়। এতে, অযৌক্তিকভাবে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পৌর সরকারকে তথাকথিত 'শান্তিপূর্ণ বিক্ষোভকারী'-দের ওপর থেকে অভিযোগ তুলে নিতে অনুরোধ জানানো হয় এবং হংকং পুলিশের আইনানুগ ব্যবস্থার বিরুদ্ধে তদন্তের আবদার করা হয়। ইউরোপীয় সংসদ সম্প্রতি হংকংয়ে সংঘটিত সহিংস তত্পরতা সম্পর্কে অন্ধ থেকেই এই ধারা গ্রহণ করেছে; এর কাছে হংকং পুলিশের জীবনের কোনো মূল্য নেই। মূলত এই ধারা, হংকংয়ের প্রশাসনিক শৃঙ্খলার বিরুদ্ধে একটি উস্কানি এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে একটি স্থূল হস্তক্ষেপ।

আইন পরিষদ হলো হংকংয়ের সামাজিক ও রাজনৈতিক ভিত্তি। সম্প্রতি কোন কোন চরমপন্থী আইন পরিষদভবন ও সড়কে অপরাধী কর্মকাণ্ড চালায় এবং পুলিশের ওপর হামলা চালায়। এটি শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা নয় এবং এতে হংকংয়ের আইন-শৃঙ্খলার ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো সার্বভৌম রাষ্ট্র এ ধরণের তত্পরতার অনুমতি দিতে পারে না।

আসলে আন্তর্জাতিক সমাজের উচিত এমন অপতত্পরতার ব্যাপক নিন্দা ও সমালোচনা করা। তাদের তত্পরতা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিরও লঙ্খন।

হংকং চীনের অধীনে ফিরে আসার পর বিগত ২২ বছরে চীন সরকার সংবিধান ও হংকং মৌলিক আইন অনুযায়ী বাস্তবভাবে 'এক দেশ, দু'টি ব্যবস্থা', 'হংকংয়ের নাগরিকদের দ্বারা হংকং প্রশাসন'—এই দুটি নীতি মেনে এসেছে। এর মধ্যেই হংকংয়ের নাগরিকদের আসল মানবাধিকার ও মুক্তি আছে।

বর্তমানে নতুন ইউরোপীয় সংসদ নির্বাচিত হয়েছে। এতে চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগও সৃষ্টি হবে। ইউরোপীয় সংসদে গৃহীত হংকংসম্পর্কিত ধারার কোনো আইনগত প্রভাব নেই, কিন্তু এটি ভুল সংকেত দিয়েছে। এটি দু'পক্ষের সম্পর্ক উন্নয়নের জন্য অনুকূল না। (ছাই/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040