নতুন সামাজিক ক্রেডিট তত্ত্বাবধানব্যবস্থা গড়ে তুলবে চীন
  2019-07-19 18:35:38  cri
জুলাই ১৯: সম্প্রতি চীনা রাষ্ট্রীয় পরিষদের সাধারণ কার্যালয় 'সামাজিক ক্রেডিট ব্যবস্থা ও ক্রেডিটভিত্তিক নতুন তত্ত্বাবধানব্যবস্থা প্রতিষ্ঠার' দিক্‌নির্দেশনা প্রকাশ করেছে। এতে নতুন তত্ত্বাবধানব্যবস্থা প্রতিষ্ঠা ও উন্নয়ন, অব্যাহতভাবে তত্ত্বাবধানের সামর্থ্য ও মানদন্ড উন্নত করা, আরেক ধাপে বাজারের শৃঙ্খলা নির্দিষ্ট করা, ব্যবসায় পরিবেশ উন্নয়ন, এবং উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলা হয়েছে।

এ সম্পর্কে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-পরিচালক লিয়ান ওয়েই লিয়াং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, বিভিন্ন পর্যায় ও ধরনের ক্রেডিটের তত্ত্বাবধানব্যবস্থা উন্নত করতে হবে। এবারের দিক্‌নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট-হারা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ক্রেডিট তত্ত্বাবধানের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান গুরুতরভাবে ক্রেডিট হারিয়েছে, তাদেরকে কালো তালিকাভুক্ত করতে হবে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মাত্রার শাস্তিও আরোপ করতে হবে। (ছাই/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040