আন্তর্জাতিক সমাজের উচিত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে সাহায্য করা: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2019-07-19 18:33:55  cri
জুলাই ১৯: আন্তর্জাতিক সমাজের উচিত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে সাহায্য করা, যাতে তারা নিজেদের উন্নয়ন-পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। জাতিসংঘে চীনা স্থায়ী উপ-প্রতিনিধি উ হাই থাও গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো কোনও দেশ ও অঞ্চলে যুদ্ধোত্তর পূনর্গঠনকাজ চলছে। দেশগুলো শান্তি ও স্থায়ী উন্নয়নের পর্যায়ে প্রবেশ করেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সমাজের উচিত দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা, একসাথে সমস্যা মোকাবিলা করা, ও দেশগুলোকে গঠনমূলক সমর্থন ও সাহায্য করা।

তিনি আরও বলেন, জাতিসংঘ ও অন্যান্য অংশীদারদের উচিত এক্ষেত্রে 'জাতিসংঘ সনদ' মেনে চলা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করা। (ছাই/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040