যুক্তরাষ্ট্রে চীনা বিশেষজ্ঞের খুনীর যাবজ্জীবন কারাদণ্ড
  2019-07-19 18:22:08  cri

জুলাই ১৯: ২০১৭ সালে চীনের সফররত বিশেষজ্ঞ ছাং ইং ইংকে অপহরণ ও হত্যার দায়ে ব্রেন্ড ক্রিস্টেন্সনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডাজ্ঞা অনুসারে, তিনি সাজা ভোগকালে কখনই প্যারোলে মুক্তি পাবেন না। যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের মধ্যাঞ্চলের ফেডারেল আদালতের বিচারপতি জেমস্‌ শাদিদ স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে এ রায় ঘোষণা করেন।

মামলার ১২ জন জুরির মধ্যে মৃত্যুদণ্ড নিয়ে ঐকমত্য হয়নি বলে আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ছাং ইং ইংর বাবা বলেন, তারা আদালত ও জুরির সিদ্ধান্তকে সম্মান করেন। যারা তাদেরকে সাহায্য করেছেন, তিনি তাদেরকে ধন্যবাদ জানান। দণ্ড নিয়ে ভিন্ন মত পোষণ করলেও, অপরাধী কারাগারে জীবন কাটাবে জেনে এক ধরনের সান্ত্বনা পাচ্ছেন বলেও জানান তিনি। (শিশির/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040