ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত্
  2019-07-19 10:29:23  cri

জুলাই ১৯: গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত্ করেন চীনা রাষ্ট্রদূত চাং জুও। সাক্ষাত্কালে রাষ্ট্রদূত চাং বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আপনার দল জয় লাভ করে সরকার গঠন করে। সম্প্রতি আপনি চীনে ২০১৯ গ্রীষ্মকালীন দাভোস শীর্ষফোরামে অংশ নেন এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং প্রমুখ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। বিভিন্ন সাফল্যমণ্ডিত বৈঠক চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতার সোনালী সময়পর্বে প্রবেশে সহায়ক। 'এশিয়ার শক্তিশালী নারী' এবং 'রাজনৈতিক মহলে চিরসবুজ' হিসেবে আপনার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সাক্ষী হওয়া আমার জন্য অতি গর্বের।

 

রাষ্ট্রদূতের কার্যমেয়াদে বাংলাদেশ সরকার ও বিভিন্ন বিভাগকে চীনা দূতাবাসকে ব্যাপক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত চাং। কার্যমেয়াদে বাংলাদেশের ৮টি বিশেষ এলাকাসহ দেশটির পাহাড় ও নদী, গ্রাম ও স্কুল, মন্দির ও সীমান্ত বন্দরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। ভবিষ্যতে চীন-বাংলাদেশ মৈত্রীর উত্তরাধিকারী, নির্মাণকারী ও অবদানকারী হিসেবে চেষ্টা চালাবেন বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী হাসিনা বলেন, সম্প্রতি আমার চীন সফর সফল হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চীনা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। গত দেড় বছরের মধ্যে রাষ্ট্রদূত চাংয়ের প্রয়াসে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন হাসিনা। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে চাংয়ের অবদানের জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত চাং চিরদিনের মতো বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হবে বলে কামনা করেন তিনি। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040