সংবাদ পর্যালোচনা প্রসঙ্গ: পঞ্চম চীনা শিশুবিষয়ক বই মেলা উদ্বোধন
  2019-07-18 11:58:15  cri

জুলাই ১৮: চীনের শিশুবিষয়ক বই ক্ষেত্রের বার্ষিক বড় আয়োজন-চীনের শিশুবিষয়ক বই মেলা গতকাল (বুধবার) উদ্বোধন হয়েছে। জানা গেছে, এই মেলা আগামী ২৩ জুলাই পর্যন্ত স্থায়ী থাকবে। এতে ৩৫ হাজারটি শিশুবিষয়ক বই প্রদর্শিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে শিশু বইয়ের আন্তর্জাতিকায়নের মানও অনেক বেড়েছে। বিখ্যাত আন্তর্জাতিক শিশুবিষয়ক বই প্রকাশনা এতে অংশগ্রহণ করেছে। বই প্রকাশকরা মনে করেন, চীনের শিশু বই প্রকাশনা ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা আরো বৃদ্ধি পেয়েছে, তা শুধু চীনা শিশুদের বই পড়ার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে তা নয়, বরং তা চীনের নিজস্ব শিশুবিষয়ক বই লেখকদের মানের উন্নয়নের জন্যও সহায়ক হয়েছে।

শিশুদের আবৃত্তি 'চীনকে পড়া' কবিতায় পঞ্চম চীনা শিশু বই মেলা বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য হল 'রঙিন বিশ্বকে পড়া'। এর প্রধান বৈচিত্রময় বিষয় হল 'চীনের শিশুকে বিশ্বের ভালো বই পড়ানো, বিশ্বের শিশুকে চীনের ভালো বই পড়ানো'। মেলায় দেশ বিদেশের প্রধান প্রধান প্রকাশনা সংস্থা ও শ্রেষ্ঠ লেখকের ৩৫ হাজারটিরও বেশি বই প্রদর্শিত হয়েছে। এতে শিশু সাহিত্য, শিশু বিজ্ঞান, কার্টুন, ঐতিহ্যবাহী সংস্কৃতিসহ বিভিন্ন ধরনের বই আছে। এর মধ্যে বিদেশের বইয়ের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

মিস ইন তার ছয় বছর বয়সী মেয়ে নিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের দিনেই মেলায় আসেন। তিনি জানান, তিনি এবং তার মেয়ে শিশুবিষয়ক বই পড়তে অনেক পছন্দ করেন। তিনি বলেন,

আসলে আমরা প্রতি বছরই এখানে আসি। এবার হল আমাদের তৃতীয় বারের মত অংশগ্রহণ। আমার মেয়ে বই পড়া খুব পছন্দ করে। ছোট বেলা থেকে এই পর্যন্ত বই পড়া তার সবচেয়ে প্রিয় ব্যাপার। আমিও সবসময় মেয়ের সঙ্গে তার বই পড়ে থাকি। সম্প্রতি একটি বইয়ের নাম হল 'সৌন্দর্যের যাত্রা'। তা প্রধানত একটি শিল্প সম্পর্কিত বই। এখন আমি মেয়ের বই পড়ার ভালো অভ্যাস লালন করতে চাই।

চীনের যুব ও শিশু বইয়ের প্রকাশনা সংস্থা-জিয়েলি প্রকাশনালয় এবারের মেলায় ৩ শতাধিক রকমের বই নিয়ে এসেছে। এতে কার্টুন, শিশু সাহিত্য ও বিজ্ঞান সম্পর্কিত বই আছে। এই প্রকাশনালয়ের উপ-সম্পাদক মা চিয়ে জানান, বর্তমানে প্রকাশনালয়ের চীনের নিজস্ব লেখা বইয়ের বিক্রি খুব ভালো।

জানা গেছে, আগের মেলার তুলনায়, এবারের মেলার আন্তর্জাতিকায়নের মান অনেক বেড়েছে। ডিকে, পেঙ্গুইন ও হার্পার কোলিন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক শিশু বই প্রকাশনা ব্যান্ডের বই এবারের মেলায় অংশগ্রহণ করেছে। এ ছাড়া এবার মেলায় ১১টি ভাষার আন্তর্জাতিক শিশুবিষয়ক বই এবং শতাধিক আন্তর্জাতিক ছবিআঁকা বই এতে অংশগ্রহণ করেছে।

আন্তর্জাতিক শিশু বই গ্রুপের চেয়ারম্যান চাং মিং চৌ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের শিশু বইয়ের প্রকাশনা ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা আরো ঘনিষ্ঠ হয়েছে। তা শুধু চীনা শিশুদের বই পড়ার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে তা নয়, বরং তা চীনের শিশু বই লেখকের উন্নয়নের জন্য সহায়ক হয়েছে। তিনি বলেন,

আন্তর্জাতিক সহযোগিতার আকার খুব বড়। গত ১৫ বছরে বিদেশের বিখ্যাত এবং বড় পুরস্কার বিজয়ী বই চীনে প্রকাশিত হয়েছে। এর সঙ্গে গত কয়েক বছরে বিদেশে চীনের শিশু বইও প্রকাশিত হয়েছে। চীন বিশ্বের বিভিন্ন দেশের ভালো বই পড়ে। বিশ্বের বিভিন্ন দেশও চীনের ভালো বই পড়ে। বিশেষ করে শিশু বই হল শিশুদের মধ্যে হৃদয় বিনিময়ের ভালো সেতু। ভালো বই শিশুদের সারা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040