এফ-৩৫ প্রকল্পে তুরস্কের অংশগ্রহণ সম্ভব হবে না: হোয়াইট হাউস
  2019-07-18 10:46:14  cri
জুলাই ১৮: ইতোমধ্যেই রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে তুরস্ক। এই প্রেক্ষাপটে এফ-৩৫ জঙ্গিবিমান প্রকল্পে তুরস্কের অংশ নেওয়া সম্ভব হবে না। গতকাল (বুধবার) মার্কিন হোয়াইট হাউস এ তথ্য জানায়।

হোয়াইট হাউসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তুরস্কের আচরণ ন্যাটোর মিত্রদেশগুলোর 'রাশিয়া থেকে দূরে থাকার' প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। এটি তুরস্ক ও অন্যান্য ন্যাটোর মিত্রদেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

হোয়াইট হাউস আরো জানায়, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্কে বেশ গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। তুরস্কের সঙ্গে ব্যাপকভাবে সহযোগিতাও চালাবে যুক্তরাষ্ট্র।

(ওয়াং হাইমান/টুটুল/ইয়াং ওয়েইমিং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040