বাংলাদেশের ইম্পালস্ হাসপাতালকে ৫০ লাখ টাকা মূল্যের চিকিত্সা সরঞ্জাম দান করেছে চীনা কোম্পানি
  2019-07-18 10:30:19  cri

 

জুলাই ১৮: বর্ষকালে বাংলাদেশে ডেঙ্গু জ্বরের অবস্থা গুরুতর হয়ে উঠেছে। স্থানীয় হাসপাতালের ডেঙ্গু জ্বর চিকিত্সার মান উন্নত করতে চীনের কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিএলটিডি) গত মঙ্গলবার বাংলাদেশের ইম্পালস্ হাসপাতালকে ৫০ লাখ টাকা মূল্যের চিকিত্সা সরঞ্জাম দান করেছে।

হাসপাতালটির ব্যবস্থাপক জহির আল-আমিন হাসপাতালের পক্ষ থেকে চীনা কোম্পানির সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সিসিসএলটিডি'র দেওয়া রক্ত সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে ডেঙ্গু জ্বর চিহ্নিত করার মান আরো উন্নত হবে। ইম্পালস্ হাসপাতাল শুধু নিজের চিকিত্সকদের জন্য নয়, স্থানীয় গরিব মানুষের জন্য বিনাখরচে চিকিত্সা সেবা দেবে।

বিংশ শতাব্দীর নব্বইয়ের দশক থেকে সিসিসিএলটিডি বাংলাদেশের অবকাঠামো নির্মাণে অংশগ্রহণ করতে শুরু করে। ৩০ বছরের মধ্যে দেশটিতে ২০টি প্রকল্প নির্মাণ করে। বর্তমানে কর্ণফুলি নদীর নিচে সুড়ঙ্গ নির্মাণের কাজ করছে কোম্পানিটি। এ প্রকল্পটি স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশ ও প্রতিদেশী দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।

(স্বর্ণা/টুটুল/ঊর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040