উচ্চ মানের বিদেশি বিশেষজ্ঞদের চীনে স্থায়ীভাবে থাকতে সুবিধা দেবে চীন
  2019-07-18 10:27:16  cri

জুলাই ১৭: উচ্চ মানের বিদেশি বিশেষজ্ঞ, পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত বা দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ উন্নয়ন ক্ষেত্রে কর্মরত বিদেশিদের চীনে স্থায়ীভাবে থাকার জন্য সুবিধা দেবে চীন।

গতকাল (বুধবার) চীনের সরকারি নিরাপত্তা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলন থেকে এ খবর পাওয়া গেছে। ১লা অগাস্ট থেকে সারা দেশে অভিবাসী বা ভিসার দিক থেকে ১২টি সুবিধাজনক নীতি প্রণয়ন করা হবে। এর মধ্যে রয়েছে, বিদেশিদের চীনে স্থায়ীভাবে থাকার শর্ত শিথিল রাখা, দীর্ঘকালীন ভিসা বা আবাসিক পারমিট বাড়ানো, বিদেশি বিশেষজ্ঞদের চীনে আনার সংখ্যা বাড়ানো এবং বিদেশিদের পরিষেবা ও ব্যবস্থাপনা সম্পূর্ণ করা ইত্যাদি।

চীনের অভিবাসী ব্যবস্থাপনা ব্যুরোর বিদেশি ব্যবস্থাপনা বিভাগের উপ-প্রধান চিয়া থুং বিন বলেন, সংশ্লিষ্ট সুবিধাজনক ব্যবস্থার মাধ্যমে উচ্চ মানের বিদেশি বিশেষজ্ঞদের আকর্ষণ করার চেষ্টা করছে চীন। যাতে তারা চীনে বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

(স্বর্ণা/টুটুল/ঊর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040