আইএমএফ'র সংস্কারে নতুন অর্থনৈতিক সত্তার বলার অধিকার বাড়াতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2019-07-17 19:22:27  cri
জুলাই ১৭: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্বাহী পরিচালক বোর্ড গতকাল (মঙ্গলবার) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দের পদত্যাগপত্র গ্রহণ করে এবং অবিলম্বে পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ঘোষণা দেয়। এমনি প্রেক্ষাপটে আইএমএফ'র সংস্কারের কথাও জোরেসোরে উচ্চারিত হচ্ছে। এই সংস্কার প্রক্রিয়ায় নতুন অর্থনৈতিক সত্তা ও উন্নয়নশীল দেশগুলোর কথা বলার অধিকার বাড়াতে হবে এবং প্রতিনিধিত্ব উন্নত করতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতৃত্বে ব্রেটন উডস ব্যবস্থার একটি অংশ হিসেবে আইএমএফ বিশ্বব্যাপী মুদ্রা-সহযোগিতা ত্বরান্বিত, অর্থ সরবরাহ, এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন যুগে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। একদিকে নতুন অর্থনৈতিক সত্তা দ্রুত উন্নত হচ্ছে এবং বিশ্বের অর্থনীতিতে তাদের গুরুত্ব বাড়ছে; অন্যদিকে, বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিচালন-ব্যবস্থা বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা, বহুপক্ষীয় বাণিজ্যিক প্রক্রিয়া ত্বরান্বিত করা, ও সার্বভৌম ঋণ-সংকট সমাধানের ক্ষেত্রে কার্যত ক্ষমতাহীন। এ পরিস্থিততে আইএমএফ'র সংস্কার, নতুন বাজার উন্নয়ন, ও বিশ্বের অর্থনৈতিক বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণের হার ও কথা বলার অধিকার বৃদ্ধি করা উচিত।

ভবিষ্যতে নতুন বাজার-দেশ ও উন্নয়নশীল দেশগুলোর অংশ বিশ্বের অর্থনীতিতে ক্রমশ আরও বাড়বে। সেজন্য এসব দেশের আইএমএফে অংশগ্রহণ বাড়াতে হবে। এটি আরো কার্যকরভাবে সংঘর্ষ মোকাবিলা ও আন্তর্জাতিক ব্যাংকিংয়ের স্থিতিশীলতা সুরক্ষা করবে। আর এতে বিশ্বের অর্থনীতি ন্যায্য ও যুক্তিপূর্ণ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। (ছাই/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040