বাংলাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, প্রধানমন্ত্রীর সন্তোষ
  2019-07-17 17:59:23  cri

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বুধবার। পাসের হার গতবারের চেয়ে ৭ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৯৩ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। এবারো ফলাফল ভালো করেছে মেয়েরা।

বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে ৮টি সাধারণ শিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধানরা আলাদাভাবে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন। পরীক্ষা শেষ হওয়ার ৫৫ দিনের মাথায় ফলাফল ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, ফলাফল মোটামুটি ভালো হয়েছে। ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে উল্লেখ করে লিঙ্গ সমতা ঠিক রাখতে ছেলেদের পড়ালেখায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

পরে আলাদা অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচির আওতায় জাতীয় পর্যায়ে সেরা ১২ জন মেধাবীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040