চীনা পণ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভর্তুকি-বিরোধী ব্যবস্থা নিয়ম-লঙ্ঘন: বিশ্ব বাণিজ্য সংস্থা
  2019-07-17 17:13:29  cri

জুলাই ১৭: গতকাল (মঙ্গলবার) বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এক প্রতিবেদনে বলেছে, চীনা পণ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো কোনো ভর্তুকি-বিরোধী ব্যবস্থা সংস্থার সংশ্লিষ্ট নিয়মের লঙ্ঘন।

২০১৮ সালের মার্চ মাসে প্রকাশিত বিশেষজ্ঞদলের বিচারকে সমর্থন করে এই প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়, চীনের সোলার প্যানেলসহ কিছু পণ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১টি ভর্তুকি-বিরোধী ব্যবস্থা সংশ্লিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে।

২০১২ সালের মে মাসে চীনে উত্পাদিত ২২ ধরনের পণ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভর্তুকি-বিরোধী ব্যবস্থা আরোপ নিয়ে ডব্লিউটিওর কাছে অভিযোগ করেছিল চীন। (শিশির/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040