নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য ৬০টি সুবিধামূলক ব্যবস্থা নিল চীনা গণনিরাপত্তা মন্ত্রণালয়
  2019-07-17 17:07:05  cri
জুলাই ১৭: চীনা গণনিরাপত্তা মন্ত্রণালয় আজ (বুধবার) অর্থনীতি ও সমাজ উন্নয়নে, নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য ৬০টি নতুন সুবিধামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

চীনা গণনিরাপত্তা মন্ত্রণালয়ের গবেষণালয়ের উপ-পরিচালক হ্যে ওয়েন লিন বলেন, ৬০টি ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আরেক ধাপে উন্নয়নের চাহিদা পূরণ ও বাজারের চালিকাশক্তি সৃষ্টির উদ্যোগ নেওয়া হলো।

তিনি জানান, এর মধ্যে ১২টি অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকায় ১২টি সুবিধামূলক ব্যবস্থা কার্যকর হবে। এ সম্পর্কে জাতীয় অভিবাসী পরিচালনা ব্যুরোর বিদেশি পরিচালনা বিভাগের পরিচালক ছেন বিন বলেন, এটি বৈদেশিক উন্মুক্তকরণ এবং অর্থনীতি ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত করবে।

উল্লেখ্য, জাতীয় অভিবাসী ব্যুরোর নির্দেশনায়, বিভিন্ন স্থানের গণনিরাপত্তা সংস্থা, স্থানীয় অবস্থা অনুযায়ী উদ্যোগগুলো বাস্তবায়ন করবে। (ছাই/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040