'ওয়াশিংটন-সিউল সামরিক মহড়া যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সংলাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে'
  2019-07-17 16:09:47  cri

জুলাই ১৭: উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল (মঙ্গলবার) বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া '১৯-২ মিত্র' শীর্ষক যৌথ সামরিক মহড়া শুরু করে, তবে তা যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্ভাব্য সংলাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মুখপাত্র বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা পানমুনজমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। এখন দু'দেশের মধ্যে কর্ম-বৈঠকের প্রস্তুতিমূলক কাজ চলছে। এমন প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি লঙ্ঘন করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া আয়োজনের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, অগাস্টে যৌথ সামরিক মহড়া করার পরিকলপনা করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রিভিউ হিসেবে দেখছে পিয়ংইয়ং। (শিশির/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040