২০১৯ সাল চীনে সার্বিকভাবে দারিদ্র্যবিমোচনের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। গেল কয়েক বছরে, দক্ষিণ-পশ্চিম চীনের সীমান্তে অবস্থিত ইউননান প্রদেশের ফু ইউয়ান জেলাকে শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করাসহ নানা পদ্ধতির মাধ্যমে চলতি বছরের এপ্রিল মাসে দারিদ্র্যমুক্ত করা হয়।
৪৫ বছর বয়সী হ্য চু ফেন ফুইউয়ান জেলার সি চি লু গ্রামের একজন নিবন্ধিত দরিদ্র মানুষ। তার স্বামী কয়েক বছর আগে ফুসফুসের ক্যান্সারের কারণে মারা যান এবং তখন থেকে গোটা পরিবারের আর কোনো আয়ের উত্স ছিল না। তার একটি ছেলে ও একটি মেয়ে স্কুলে পড়ে এবং সংসারে আরও একজন প্রবীণ আছেন।
হ্য চু ফেন বলেন, "২০১৬ সালে আমার স্বামীর মৃত্যু হয়। তখন থেকে দুটি সন্তান ও একজন প্রবীণ সদস্যের দেখভাল আমাকেই করতে হচ্ছিল। তখনকার জীবন খুব কষ্টকর ছিল।"
হ্য চু ফেনের অবস্থা জেনে গ্রাম তাকে দরিদ্র হিসেবে অন্তর্ভুক্ত করে এবং সাহায্য দেওয়া শুরু করে। বিশেষ করে চিকিত্সা ও শিক্ষার বোঝা কমিয়ে দিতে চেষ্টা করে। সি চি লু গ্রামের সিপিসি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছাং ওয়াং ই বলেন,
"হ্য চু ফেনকে সাহায্য দেয়ার জন্য প্রথমে আমরা তার দু'সন্তানকে স্বেচ্ছাসেবী ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তারা শিশুদের শিক্ষার ব্যয় বহন করতে থাকে। আর আমরা হ্য চু ফেনকে একটি চাকরি দেই এবং বিনামূল্যে দুটি গবাদিপশু দেই। গবাদিপশু লালনের মাধ্যমে তার আয় বেড়েছে। গবাদিপশু বিক্রয়েও আমরা তাকে সাহায্য করি।"
থাও ইউয়ান ভ্যারি একটি আধুনিক কৃষিবাগান। স্থানীয় বেশিষ্ট্যপূর্ণ ফলগাছ চাষ, প্রক্রিয়াকরণ, গ্রাম পর্যটনসহ নানা ব্যবসা করে এ বাগান। হ্য চু ফেনের মতো স্থানীয় দরিদ্র মানুষ এ বাগানে কাজ করেন এবং বাগান তাদের কাছ থেকে তাদের নিজেদের তৈরি কৃষিপণ্য সংগ্রহ করে সুপার মার্কেটে পাঠায়।
থাও ইউয়ান ভ্যারি কৃষিবাগান স্থানীয় দারিদ্র্যবিমোচনের বিশেষ একটি পদ্ধতি। এ পদ্ধতির লক্ষ্য স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষিশিল্প উন্নয়ন করা। দারিদ্র্যবিমোচন একটি সহজ কাজ নয়। স্থিতিশীল ও টেকসই দারিদ্র্যমুক্তি হচ্ছে মূল লক্ষ্য। একবার দারিদ্র্যমুক্ত হয়ে কেউ যেন আবার দরিদ্র না-হয়, সেদিকে লক্ষ্য রাখা বেশি জরুরি।
জানা গেছে, এখন বাগানে শতাধিক দরিদ্র ব্যক্তি কাজ করছেন এবং তারা সবাই কাছাকাছি থাকা নিবন্ধিত দরিদ্র ব্যক্তি। থিও ইউয়ান ভ্যারি বাগানে কাজ করায় তাদের আয় বেড়েছে। আর বাড়ির কাছাকাছি কাজের স্থান হওয়ায়, তারা নিজেদের পরিবারকেও বেশি সময় দিতে পারেন। হ্য চু ফেন বলেন, বাগানের কাজ তার স্থিতিশীল আয়ের উত্স। প্রতিদিন বাড়িতে ফিরে তিনি কিছু কৃষিকাজ করারও সময় পান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তার দুটি সন্তানের সঙ্গে থাকতে পারেন।
তিনি বলেন, "আমার জীবনমান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বাগানে কাজ করে ও বাড়িতে কৃষিকাজ করে আমার দিন কাটে। শিশুরা স্কুল শেষ করে বাড়িতে ফিরে আমাকে কাছে পায়।"
চলতি বছরের এপ্রিল মাসে, ফুইউয়ান জেলা আনুষ্ঠানিকভাবে দারিদ্র্যমুক্ত হয়। থাও ইউয়ান ভ্যারি আধুনিক কৃষিবাগানের মতো ২০০টি কোম্পানির মাধ্যমে দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এতে দরিদ্র মানুষের আয় বেড়েছে। তাদেরকে কৃষিপণ্য সংগ্রহ করার ক্ষেত্রেও সাহায্য দেওয়া হয়। গত বছরের শেষ নাগদ, সারা জেলার দরিদ্র লোকের সংখ্যা ১ লাখের বেশি কমে যায় এবং দারিদ্র্যের হার ২০১৪ সালের ১৬.১ শতাংশ থেকে কমে ২০১৮ সালে ১.৫ শতাংশে দাঁড়ায়। ফু ইউয়ান জেলার উপ-প্রধান তাই থাও লিং বলেন, এখন দারিদ্র্যবিমোচনকাজ সফল হয়েছে। আগামীতে একবার দারিদ্র্যমুক্তির পর কেউ যেন আবার দরিদ্র না-হয়, সেটা নিশ্চিত করা হবে।
তাই থাও লিং বলেন, ২০১৯ সালে ৪ হাজার জনকে টেকসই দারিদ্র্যমুক্ত করা হবে এবং বাকিরা ২০২০ সালে টেকসই দারিদ্র্যমুক্ত হবে। দারিদ্র্যমুক্ত মানুষদের সহায়তা এবং নীতিগত সমর্থন দেওয়াও পাশাপাশি চলবে। (শিশির/আলিম/মুক্তা)