এলুয়ানবি বাতিঘর
  2019-07-16 19:20:32  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী চৌ হং চির কন্ঠে 'এলুয়ানবি বাতিঘর' নামের গান শোনাবো। তিনি চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী। এলুয়ানবি তাইওয়ানের সবচেয়ে দক্ষিণে দংফিং জেলায় অবস্থিত। স্থানীয় এলুয়ানবি পার্কের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এলুয়ানবি বাতিঘর। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চৌ চি হংয়ের কন্ঠে 'এলুয়ানবি বাতিঘর' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী বাই বিং বিংয়ের কন্ঠে 'সমুদ্রের দেবীকে স্বাগতম' নামের গান শোনাবো। তিনি ১৯৫৫ সালের ১৭ মে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম বাই ইউয়ে এ্য। তিনি একজন কন্ঠশিল্পী, টিভি অনুষ্ঠানের হোস্ট ও অভিনেত্রী। তিনি জাপানে সংগীত ও নাচ শিখেছেন। তিনি টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেন এবং অনেক টিভি অনুষ্ঠানে হোস্টের কাজ করেন। এখন আমরা তাঁর কন্ঠে 'সমুদ্রের দেবীকে স্বাগতম' নামের গান শুনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন বাই বিং বিংয়ের কন্ঠে 'সমুদ্রের দেবীকে স্বাগতম' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনা তিব্বতি জাতির নারী কন্ঠশিল্পী পেনপা দেকি'র (penpa Dekyi) কন্ঠে তিব্বতি ভাষায় 'তোমাকে পছন্দ করি' নামের গান শোনাবো। তিনি ১৯৮৯ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তিনি তিব্বত বিশ্ববিদ্যালয়ের শিল্প একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অপেরা গ্রুপের অভিনেত্রী। 'তোমাকে পছন্দ করি' নামের গানটি হল চীনের হংকংয়ের ব্যান্ড বিয়াংড'র গান। আশা করি, আপনারা পেনপা দেকি'র কন্ঠে তিব্বতি ভাষায় গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন পেনপা দেকি'র কন্ঠে তিব্বতি ভাষায় 'তোমাকে পছন্দ করি' নামের গান। এখন আমি আরেকজন তাইওয়ানের নারী কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করে দিবো। তিনি হলেন থিয়ান ফু চেন। তিনি ১৯৮৩ সালের ৩০ মার্চ চীনের তাইওয়ানের সিনচু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি ব্যান্ড এসএইসই'র একজন সদস্য। তিনি ২০০০ সালে তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। প্রতিযোগিতার পর তিনি অন্য দু'জনের সঙ্গে এসএইসই ব্যান্ড প্রতিষ্ঠা করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'মাতাল না হয়ে ফিরে যাবো না' নামের গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। গানটি থিয়ান ফু চেন'র নিজের তৃতীয় অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থিয়ান ফু চেন'র কন্ঠে 'মাতাল না হয়ে ফিরে যাবো না' শীর্ষক গান। ২০০৫ সাল থেকে তিনি টিভি সিরিজে পরিবেশনা শুরু করেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি এ অ্যালবাম দিয়ে তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় চারটি পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের ১৩ জুলাই তিনি নিজের চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। নভেম্বরে তিনি চেচিয়াং টিভি চ্যানেলের সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'কিছুটা ভাগ্যবান' নামের গান। গানটি ২০১৫ সালে রিলিজ হয় এবং একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থিয়ান ফু চেন'র কন্ঠে 'কিছুটা ভাগ্যবান' শীর্ষক গান। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি হলিউডের চলচ্চিত্র 'বিউটি অ্যান্ড দা বীস্ট'-এর (Beauty and the Beast) চীনা ভাষার থিম সং গেয়েছেন। ২০১৮ সালের মার্চে তিনি আরেকটি খুবই জনপ্রিয় চীনা চলচ্চিত্রের থিম সং গেয়েছেন। এখন আমি আপনাদেরকে 'একাকী গোলার্ধ' নামের গান শোনাবো। গানটি তাইওয়ানের কন্ঠশিল্পী ঔ দ্যে ইয়াংয়ের কন্ঠের গান। থিয়ান ফু চেন পুনরায় গেয়েছেন। আশা করি, বন্ধুরা থিয়ান ফু চেন'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040