পছন্দ
  2019-07-16 17:07:23  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী আসি'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৮৯ সালের ৪ জুলাই শাংহাইতে জন্মগ্রহণ করেন। ২০১০ সাল থেকে তিনি ওয়েবসাইটে নিজের লেখা অনেক গান প্রকাশ করেন। ২০১১ সালে তার নিজের লেখা 'আমি গণমহাচত্বরে ফ্রায়েড চিকেন খাই' নামের গান সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠে। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'এনকাউন্টার করা' নামের গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়, আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আসি'র কন্ঠে 'এনকাউন্টার করা' নামের গান। ২০১৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তিনি সবচেয়ে জনপ্রিয় লোকগান কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি গিটার বাজানো শেখা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে তার বিষয় ছিল ব্যবসায় প্রশাসন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পছন্দ' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আসি'র কন্ঠে 'পছন্দ' নামের গান। এখন আমি আপনাদেরকে আসির কন্ঠে আরেকটি গান শোনাতে চাই। গানটির শিরোনাম খুবই মজার। শিরোনাম হলো 'আমি গণমহাচত্বরে ফ্রায়েড চিকেন খাই'। গানের কথাগুলো এমন: সম্প্রতি তুমি হঠাত্ ঠাণ্ডা হয়ে গেলে, এতে আমি কিছুটা বিভ্রান্ত। আসলে আমার প্রত্যাশা বেশি না। আমি জানি যে, তুমি আগের মতো আমাকে ভালোবাসবে না। কিন্তু তুমি আমার সঙ্গে ডেটিংও করতে চাও না। তুমি কোনো ব্যাখ্যা দিলে না। আমিও জানি, ভালোবাসা অনেক কঠিন। আমিও প্রার্থনা করেছি। আমি গণমহাচত্বরে ফ্রায়েড চিকেন খাচ্ছি। কিন্তু এখন তুমি কোথায়? যদিও হয়তো তুমি রসিকতা করছো, তবুও ক্লান্তিতে আমি কিছু সন্দেহ করতে চাই না। আমি গণমহাচত্বরে ফ্রায়েড চিকেন খাচ্ছি, কিন্তু তুমি কোথায়'?

আচ্ছা, চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আসি'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে ইয়াং মি'র পরিচয় তুলে ধরবো। তিনি ১৯৮৬ সালের ১২ সেপ্টেম্বর বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন নারী কন্ঠশিল্পী, অভিনেত্রী এবং চলচ্চিত্র ও টিভি সিরিজের প্রযোজক। ২০০৫ সালে তিনি বেইজিং ফিল্ম একাডেমি'র পারফরম্যান্স বিভাগে লেখাপড়া শুরু করেন। ২০০৬ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে তিনি ২৪তম চায়না গোল্ডেন ঈগল টিভি আর্ট ফেস্টিভাল'র দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় নারী অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি ইয়াং মি'র কন্ঠে 'ভালবাসার সমর্থন' নামের গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইয়াং মি'র কন্ঠে 'ভালবাসার সমর্থন' নামের গান। এখন আমি আপনাদেরকে বাই আন'র কন্ঠে 'কিভাবে আমার-তোমার দেখা হয়' নামের গান শোনাবো। তিনি ১৯৯১ সালের ২৭ সেপ্টেম্বরে চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ১৩ বছর বয়স থেকে সংগীত রচনায় আগ্রহী হয়ে ওঠেন। ১৬ বছর বয়সের সময় তিনি ইন্টারনেটে অনেক সংগীত প্রকাশ করেন। ২০০৮ সাল থেকে তিনি সংগীত উত্সবে কন্ঠ দিতে থাকেন। ২০১২ সালের ২১ ডিসেম্বরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'কিভাবে আমার-তোমার দেখা হয়' নামের গান তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন বাই আন'র কন্ঠে 'কিভাবে আমার-তোমার দেখা হয়' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনের একজন রক কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন চৌ স্যিয়াও ঔ। তিনি ১৯৬৯ সালের ২২ অগাষ্ট বেইজিংয়ের দংছেং এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, কন্ঠশিল্পী ও জেরো ব্যান্ডের প্রধান গায়ক। ১৯৯৪ সালে তিনি জেরো ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। ২০০৬ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি জেরো ব্যান্ড ত্যাগ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'উত্যক্ত' নামের গান শোনাবো। গানটি রক ব্যান্ড ব্ল্যাক প্যান্থার'র (Black panther) গান। চৌ স্যিয়াও ঔ অনুষ্ঠানে পুনরায় গানটি গেয়েছেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040