ইরান-পরমাণুচুক্তির কাঠামোতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে: চীন
  2019-07-15 19:03:27  cri

জুলাই ১৫: বর্তমানে পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত সহিষ্ণুতা এবং সংযম অবলম্বন করে ইরান-পরমাণুচুক্তির কাঠামোতে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের চেষ্টা করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন।

মুখপাত্র বলেন, সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে পরিস্থিতি উত্তেজনাসংকুল হয়ে উঠেছে। ফলে, ইউরোপসহ ইরান-পরমাণুচুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ঘন ঘন কূটনৈতিক তত্পরতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতির উপর চীন সজাগ দৃষ্টি রাখছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ বজায় রাখছে।

উল্লেখ্য, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতৃবৃন্দ গতকাল (রোববার) এক যৌথ বিবৃতিতে ইরান-পরমাণুচুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং তেহরানের ওপর পুনরায় অবরোধ আরোপের ব্যাপারে পুনরায় হতাশা প্রকাশ করেন। তারা বলেন, ইরান চুক্তি পুরোপুরি মেনে না-চললে, চুক্তি বাতিল হয়ে যেতে পারে। (শিশির/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040