নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকবে: মাইক পম্পেও
  2019-07-15 15:51:26  cri

জুলাই ১৫: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (রোববার) বলেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ও ইরানি প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে আসতে পারবেন, তবে শহরে তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকবে।

ওয়াশিংটন পোস্ট-কে দেওয়া এক সাক্ষাত্কারে পম্পেও বলেন, জাতিসংঘে নিজের দায়িত্ব পালন করতে জাওয়াদ জারিফকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, জারিফ ও তার দল কেবল জাতিসংঘের সদরদফতর এবং জাতিসংঘে ইরানি প্রতিনিধির সরকারি বাসভবনের মধ্যে আসা-যাওয়া করতে পারবেন।

উল্লেখ্য, জাওয়াদ জারিফের নেতৃত্বের ইরানি প্রতিনিধিদল রোববার নিউইয়র্কে পৌঁছায়। তারা জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের টেকসই উন্নয়নবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন। (শিশির/আলিম/ আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040