কাতারের বৃহত্তম নৌবাহিনীর ঘাঁটি প্রতিষ্ঠিত
  2019-07-15 11:44:10  cri
জুলাই ১৫: গতকাল (রোববার) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন দেশের বৃহত্তম নৌবাহিনীর ঘাঁটি প্রতিষ্ঠিত হয়েছে।

এ নতুন ঘাঁটি কাতারের পূর্ব সৈকত এলাকার মধ্যাঞ্চলে অবস্থিত, যা রাজধানী দোহা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ঘাঁটির আয়তন ৬ লাখ ৩৯ হাজার ৮০০ বর্গমিটার। এতে পর্যবেক্ষণ বিমান, বৈদ্যুতিক সনাক্তকরণ সিস্টেম এবং স্পিড বোট রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৈকত এলাকার নিরাপত্তা রক্ষা, অবৈধ অভিবাসন, চোরাচালান, সামুদ্রিক অপরাধের বিরুদ্ধে আঘাত হানা এবং জরুরি ত্রাণ ও সামুদ্রিক শিল্প ব্যবস্থা রক্ষায় ভূমিকা পালন করবে এ ঘাঁটি।

পরিসংখ্যান থেকে জানা গেছে, কাতারের সৈন্য সংখ্যা প্রায় ১২ হাজার, তাদের নৌবাহিনীর সদস্যসংখ্যা প্রায় ১৮০০ জন। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040