তুরস্ককে এস-৪০০ আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে রাশিয়া
  2019-07-15 10:57:21  cri

জুলাই ১৫: রাশিয়া কয়েকটি পরিবহন বিমানের মাধ্যমে তুরস্ককে এস-৪০০ আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) প্রকাশিত এক ইস্তাহারে এ খবর জানিয়েছে।

ইস্তাহারে বলা হয়, এস-৪০০ ব্যবস্থা ডিজিটাল যুদ্ধের সময় কয়েক রকমের রকেট ধ্বংস করতে পারে। রুশ প্রেসিডেন্ট ও তুর্কি প্রেসিডেন্টের মতৈক্য অনুযায়ী রুশ পক্ষ এ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।

রাশিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার থেকে রাশিয়া টানা তিন দিন ধরে ৭টি পরিবহন বিমানের মধ্যমে তুরস্কের কাছে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়ে আসছে।

তুরস্ক ২০১৭ সালে রাশিয়ার কাছ থেকে ৪টি এস-৪০০ আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে। যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশ বহুবার তুরস্ককে সতর্ক করে দিয়েছে যে, এ ব্যবস্থা এবং ন্যাটোর অস্ত্র একসঙ্গে থাকতে পারে না। তাছাড়া, রাশিয়ার এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হতে পারে বলেও সতর্ক করে যুক্তরাষ্ট্র।(স্বর্ণা/টুটুল/ঊর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040