ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে নতুন অস্ত্র প্রদর্শন
  2019-07-15 10:54:34  cri

জুলাই ১৫: ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষ্যে গতকাল (রোববার) প্যারিসে এক প্যারেড অনুষ্ঠিত হয়। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ প্যারেড পরিদর্শন করেন। তাঁর আমন্ত্রণে ইউরোপের দশাধিক শীর্ষনেতারাও পরিদর্শনে অংশগ্রহণ করেন। প্যারেডে ফ্রান্সের সবচেয়ে নতুন অস্ত্র প্রদর্শন করা হয়।

এবারের প্যারেডের দুই প্রধান বিষয় হচ্ছে ইউরোপীয় দেশের মধ্যে সহযোগিতা এবং অস্ত্রগুলোর নব্যতাপ্রবর্তন। প্যারেড পরিদর্শনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ ক্লদ-ইয়ুঙ্কার, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ ইউরোপের দশাধিক শীর্ষনেতারা অংশগ্রহণ করেন। এতে জার্মানির এ৪০০এম পরিবহন বিমান ও স্পেনের সি১৩০ পরিবহন বিমানসহ ১৩টি ইউরোপীয় দেশের বিমান অংশ নেয়।

এবারের প্যারেডে অনেক নতুন প্রযুক্তি ও অস্ত্র প্রদর্শন করা হয়। এর মধ্যে 'আয়রন ম্যান'-এর মত উড়ার যন্ত্রপাতি খুব আকর্ষণীয়।

জানা গেছে, এবারের প্যারেডে ফ্রান্সের ৪ হাজার সেনা, ১৯৬টি গাড়ি, ২৩৭টি যুদ্ধঘোড়া এবং ১০৮টি বিমান অংশগ্রহণ করে। (স্বর্ণা/টুটুল/ঊর্মি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040