তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চীনা নিষেধাজ্ঞা প্রসঙ্গ: সিআরআই সম্পাদকীয়
  2019-07-14 16:59:08  cri
জুলাই ১৪: সম্প্রতি তাইওয়ানে ২২২ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রিকে অনুমোদন দিয়েছে ট্রাম্প সরকার। এ প্রসঙ্গে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানে যেসব প্রতিষ্ঠান অস্ত্র বিক্রি করবে, সেগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে। বস্তুত, এটি হবে একটি সার্বভৌম দেশের মূল স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা।

সবাই জানেন, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত কেবল যে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে, তা নয়; এটা 'এক-চীননীতি' ও চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতাহারেরও পরিপন্থি। এতে জড়িত মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে যৌক্তিক এবং আইনসম্মত।

এর আগে, ২০১৫ সালে তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রিকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। চার বছর পর, আবারও একই ইস্যুতে মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে চীন। এই থেকে স্পষ্ট যে, এই ব্যাপারে কোনো ছাড় দিতে নারাজ চীন। কারণ, এটা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাসংশ্লিষ্ট। (ওয়াং হইমান/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040